নিজস্ব প্রতিবেদন : পরনে লুঙ্গি আর জামা। মাথায় গামছা বাঁধা। আর মুখে জাস্টিন বিবারের গান। অবলীলায় ইংরাজি গান গাইতে গাইতে চাষের কাজ করছেন, এমন চাষি এদেশে এর আগে দেখা যায়নি। ইন্টারনেটের সুবাদে এখন সেটাও দেখা হয়ে গেল অনেকেরই। তবে কর্নাটকের এই চাষি ভাল গানের সঙ্গে সঙ্গে দারুন নাচতেও পারেন। লুঙ্গি পরেই মাইকেল জ্যাকসন-এর একের পর এক মুভ সঠিকভাবে করতে পারেন তিনি। প্রদীপ নামের এই চাষির একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে প্রদীপ চাষের কাজের মাঝে গাইছেন জাস্টিন বিবারের গান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


চিত্রদুর্গা জেলার হিন্দাসাগত্তি গ্রামে চাষের কাজ করেন প্রদীপ। অবসর সময় কাটে গান শুনে, নাচ দেখে। ছোট থেকেই নাচ-গানের প্রতি দারুন ঝোঁক তাঁর। প্রিয় তারকাদের গলা বা নাচের স্টেপস নকল করেন। স্কুলে পড়ার সময় ইংরাজি বিষয়ে কখনও পাস করতে পারেননি প্রদীপ। তবে এখন সেই তিনিই কি না অবলীলায় ইংরাজি গান গেয়ে চলেছেন। পপ গান গাওয়ার সময় তাঁর ইংরাজি উচ্চারণও সঠিক ও স্পষ্ট। প্রদীপ জানিয়েছেন, তিনি জাস্টিন বিবারের বড় ভক্ত। 


আরও পড়ুন-  'দেশ জ্বলছে, আপনি ফটোশ্যুট করছেন?' দিশাকে আক্রমণ নেটিজেনদের


স্কুলে পড়ার সময় ইংরাজিতে ক্রিকেট ম্যাচের ধারাবিবরণী দেওয়ার চেষ্টা করতেন প্রদীপ। বন্ধুদের মাঝে সে জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার পর ইংরাজি গানের প্রতি টান অনুভব করেন। ইংরাজি গান গাওয়ার চেষ্টা শুরু করেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রদীপ জ্যাকি নামে জনপ্রিয়তা পাচ্ছেন। গ্রামের একজন চাষির এই প্রতিভা দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।