নিজস্ব প্রতিবেদন: কারখানা ভর্তি রাসায়নিক। সহজ দাহ্য পদার্থ। কসমেটিক প্রিসারভেটিভ। বয়লার বিস্ফোরণের পরেই তাই দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি কারখানাতেও। আগুন ছড়ায় আরতি ড্রাগস, প্রাচী ফার্মাসিউটিক্যাল,ভারত ভাসায়ন ও ইউনিমেক্সের গুদামে। ওষুধ তৈরির কারখানা আরতি ড্রাগসেও বিভিন্ন সহজদাহ্য রাসায়নিক থাকায় আগুন ভয়াবহ আকার নেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মহারাষ্ট্রের তারাপুরে কেমিক্যাল কারখানায় আগুন
 
বিস্ফোরণের পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।  বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত সংযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় প্রায় এগারোটা ইঞ্জিন। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এককথায় শিল্প তালুক তারাপুর অঞ্চল। নয়নয় করে এখানেই রয়েছে প্রায় এগারোশোর বেশি রায়ায়নিক কারখানা। অন্যান্য কারখানার সংখ্যা প্রায় পাঁচশো। রাতভর আগুন নেভানোর কাজ চলেছে। দমকলের দাবি, সকালের দিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে আগুন।