Food poisoning probe reveals raped and killed by Dad: 'খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু'র ময়নাতদন্ত ধরিয়ে দিল ৭ বছরের মেয়ের 'ধর্ষক ও খুনি' বাবাকে! ভয়ংকর হাড়হিম সত্যি ফাঁস...

Food poisoning probe reveals raped and killed by Dad: সবাই ঘুমিয়ে পড়লে ৫২ বছরের প্রৌঢ়, ৭ বছরের মেয়েকে অন্য ফাঁকা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

সুদেষ্ণা পাল | Updated By: Mar 18, 2025, 04:54 PM IST
Food poisoning probe reveals raped and killed by Dad: 'খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু'র ময়নাতদন্ত ধরিয়ে দিল ৭ বছরের মেয়ের 'ধর্ষক ও খুনি' বাবাকে! ভয়ংকর হাড়হিম সত্যি ফাঁস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর তদন্ত-ই ধরিয়ে দিল 'ধর্ষক ও খুনি' বাবাকে।  উত্তরপ্রদেশে গাজিয়াবাদে ৭ বছরের নাবালিকার রহস্যমৃত্যুর সত্য উন্মোচন হতেই শিউরে উঠছে দেশবাসী। অভিযোগ, নিজের ৭ বছরের মেয়েকে হোলির দিনে ধর্ষণ ও খুন করেছে বাবা। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, ওই নাবালিকা শান্তি দেবী নামে এক প্রতিবেশীর বাড়ি গিয়েছিল। সেখানে গিয়ে 'কাড়ি' নামে একটি খাবার খায় সে। এরপর বাড়ি ফিরে আসার কিছু পর সে অসুস্থ হয়ে পড়ে। তারপর তার মৃত্যু হয়। যে ঘটনায় প্রাথমিকভাবে মনে করা হয় যে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই সম্ভবত মৃত্যু হয়েছে ওই নাবালিকার। তাই ওই নাবালিকার মৃত্যুর দায়ে গ্রেফতার করা হয় পড়শি শান্তি দেবীকে।

ওদিকে ঘটনার তদন্ত শুরু করে পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। সেই ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ফাঁস হয় আসল সত্যি। জানা যায়, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাতেই ঘুরে যায় তদন্তের মোড়। পুলিসের সন্দেহ গিয়ে পড়ে অভিযোগকারী  নাবালিকার বাবার দিকেই।

তারপরই তদন্তে জানা যায় যে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর ওই নাবালিকার বাবা, ৫২ বছরের প্রৌঢ়, ৭ বছরের মেয়েকে অন্য ফাঁকা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর ওই নাবালিকা যখন সাহায্য চেয়ে কাঁদতে শুরু করে, তখন তার শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর এক বন্ধুকে ফোন করে 'কাড়ি' খেয়ে মৃত্যুর গল্প ফাঁদে। এমনকি নিজের আরও ৫ ছেলেমেয়েকে দিয়েও মিথ্যে গল্প সাজায়।

আরও পড়ুন, Pandemic Alert | New Coronavirus: বাদুড়ে মিলল নয়া করোনাভাইরাস! মারাত্মক MERS-CoV-এর সঙ্গে মিল! মৃত্যু বহু... ফের অতিমারী বিশ্বে?

Cancer: ঘরেই চোখ রাঙাচ্ছে ক্যানসার! রোজকার ব্যবহারের ৭ জিনিস থেকেই হতে পারে 'মারণরোগ'...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.