আজ থেকে উঠে গেল টাকা তোলার ঊর্ধ্বসীমা

আজ থেকে উঠে গেল টাকা তোলার ঊর্ধ্বসীমা। সেভিংস অ্যাকাউন্ট থেকে যে কোনও অঙ্কের টাকা তোলা যাবে আজ থেকে। তিরিশে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এখনও পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ৫০ হাজার টাকা তোলার ঊর্ধ্বসীমা ছিল। তবে কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলার ঊর্ধ্বসীমা কয়েকদিন আগেই তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Updated By: Mar 13, 2017, 11:03 AM IST
আজ থেকে উঠে গেল টাকা তোলার ঊর্ধ্বসীমা

ওয়েব ডেস্ক: আজ থেকে উঠে গেল টাকা তোলার ঊর্ধ্বসীমা। সেভিংস অ্যাকাউন্ট থেকে যে কোনও অঙ্কের টাকা তোলা যাবে আজ থেকে। তিরিশে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এখনও পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ৫০ হাজার টাকা তোলার ঊর্ধ্বসীমা ছিল। তবে কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলার ঊর্ধ্বসীমা কয়েকদিন আগেই তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

নোট বাতিলের ঘোষণার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে লাগু হয় নির্ধারিত সীমা। তারপর থেকে তা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। আজ থেকে সেই নিয়ম পুরোপুরি তুলে নেওয়া হল। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি এই নিয়ম তুলে নেওয়া হয়।

.