Greater Noida Woman dies of rabies | Cow Milk: গরুর দুধ খেয়েই 'মারণ' Rabies-এ মৃত্যু মহিলার! কেন? জানা সবার জরুরি...

Drinking cow milk dies of rabies: আগে সবাই ভাবত যে শুধু পাগলা কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয়। কিন্তু এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কী কীভাবে সংক্রমণ ছড়াতে পারে।

Updated By: Mar 22, 2025, 08:54 PM IST
Greater Noida Woman dies of rabies | Cow Milk: গরুর দুধ খেয়েই 'মারণ' Rabies-এ মৃত্যু মহিলার! কেন? জানা সবার জরুরি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরুর দুধ খেয়েছিলেন এক মহিলা। তার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর! পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে মারণ Rabies ভাইরাসের উপস্থিতি। ডাক্তাররা বুঝতে পারেন,  জলাতঙ্ক রোগে মৃত্যু হয়েছে ওই মহিলার। আর তা থেকেই তাঁরা বুঝতে পারেন, ওই মহিলার শরীরে মারণ Rabies ভাইরাস এসেছে ওই গরুর দুধ থেকে। যে গরুটিকে কয়েকদিন আগেই রাস্তার কুকুরে কামড়েছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আগে সবাই ভাবত যে শুধু পাগলা কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয়। কিন্তু এই ঘটনা প্রমাণ করছে যে, শুধু পাগলা কুকুরে নয়, কোনও পশুর শরীরে যদি এই মারণ Rabies ভাইরাসের উপস্থিতি থাকে, তবে তার দুধ পান করলেও ছড়াতে পারে সংক্রমণ। প্রসঙ্গত, ওই মহিলার স্বামীর গোয়াল আছে। সেই গোয়ালে থাকা গরুর দুধ তাঁদের পরিবারের সবাই পান করে থাকে। তবে কয়েকদিন আগে তাঁদের এক গরুকে রাস্তার কুকুরে কামড়ায়। সেই গরুর দুধ পান করার পরই মর্মান্তিক পরিণতি ওই মহিলার। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর এলাকার সবাইকে, যাঁরা যাঁরা তাঁদের কাছ থেকে দুধ নিয়েছিল, তাঁদের সতর্ক করা হয়। প্রয়োজনীয় টিকা দেওয়া হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে তামিলানাড়ুর কোয়েম্বাটুরের একটি সরকারি হাসপাতালে জলাতঙ্ক রোগে আক্রান্ত এক যুবক নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হন। রামচন্দ্র নামে ৩৫ বছরের ওই যুবককে একটি পাগলা কুকুর কামড়ালে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। ডাক্তাররা পরীক্ষার পর জানান, জলাতঙ্ক রোগে অর্থাৎ Rabies-এ আক্রান্ত হয়েছেন তিনি। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা অবস্থাতেই জলাতঙ্কের প্রকোপে রামচন্দ্র আক্রমণাত্মক হয়ে ওঠেন। শেষে তিনি নোটিস বোর্ডের প্যানেল ভেঙে ফেলেন। তারপর সেই ভাঙা টুকরো দিয়ে নিজের গলার নলি কেটে আত্মঘাতী হন। 

আরও পড়ুন, This is cab not your Oyo: 'এটা ক্যাব তোমার Oyo নয়!' ভাইরাল বেঙ্গালুরু ক্যাবের সিটে সাঁটা ওয়ার্নিং পোস্টার... 

আরও পড়ুন, Deadly love affairs killings: ১৫ থেকে ৩৫ টুকরো! ড্রাম-সিমেন্ট থেকে ফ্রিজ-সেদ্ধ! হাড়হিম ৮ হত্যা, শিউরে উঠেছে গোটা দেশ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.