Groom Death: মর্মান্তিক! নাচতে নাচতেই মৃত্যু ২২ বছরের বরের... ভাইরাল ভিডিয়ো...
সোমবার ১৮ নভেম্বর আগরার বাসিন্দা মোহিনীর সঙ্গে শিবমের বিয়ের কথা ছিল। তার আগে রবিবার ১৭ নভেম্বর সন্ধ্যায় চলছিল প্রি-ওয়েডিং ফাংশন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে, অদৃষ্টের লিখন। নিয়তির পরিহাস। এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে বলতে গেলে এই কথাগুলি-বলতে হয়। যা ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে।
পরদিন বিয়ে। তার আগের দিন বাড়িতে প্রাক বিবাহ অনুষ্ঠান চলছিল। সেখানেই নাচছিল বর। নাচতে নাচতেই ঘটে গেল বিপত্তি। মর্মান্তিক পরিণতি বরের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বরের। মর্মান্তিক এই ঘটনাটি ধরা পড়েছে ভিডিয়োয়। সেখানেই দেখা যায়, বিয়ের আগে আইবুড়ো ভাতের অনুষ্ঠান চলছিল। সেখানে সবাই বরকে হাত ধরে নাচতে নামায়। ভাইবোন, বন্ধুদের সঙ্গে আনন্দে নাচও করে বর। কিন্তু তারপরই হৃদরোগে আক্রান্ত হয়ে বর লুটিয়ে পড়ে মেঝেতে। ঘটনাস্থলেই প্রাণ হারায় বর।
জানা গিয়েছে, বরের নাম শিবম। বয়স ২২। তিনি কোতোয়ালি হাথরাস গেট এলাকার ভোজপুর গ্রামের বাসিন্দা। সোমবার ১৮ নভেম্বর আগরার বাসিন্দা মোহিনীর সঙ্গে শিবমের বিয়ের কথা ছিল। তার আগে রবিবার ১৭ নভেম্বর সন্ধ্যায় চলছিল প্রি-ওয়েডিং ফাংশন। অতিথিরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। সেখানে বর সবার সঙ্গেই আনন্দ করে নাচছিল। তারপর নাচতে নাচতে একটি চেয়ারে বসতে গেলে, চেয়ার ভেঙে মাটিতে পড়ে যায় শিবম। জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গেই শিবমকে পরিবার নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে বরের। এদিকে বিয়ের আগের দিনই এই ঘটনায় শোকস্তব্ধ সবাই। কেউ বুঝেই উঠেত পারছেন না যে, কী করে এই ঘটনা ঘটল। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের ঠিক একদিন আগে এভাবে বরের মৃত্যুরে বিয়বাড়ির আনন্দ পরিবেশ শোক-বিষাদে পরিণত হয়েছে। প্রসঙ্গত, সারা দেশেই হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে। এমনকি অল্পবয়সী থেকে শিশুরাও এখন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হচ্ছে। যা প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুুন, 1000 New General Coach: সস্তায় সহজেই গন্তব্যে! ট্রেনে বাড়ছে ১০০০-এর উপর নতুন কোচ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)