UP Shocker: বিয়ের রাতে পান আনতে রাস্তায় বর, বউ পালাল শ্যালককে নিয়ে! গায়েব লক্ষাধিক টাকা-গয়না...

UP Shocker: উত্তরপ্রদেশে প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে... এবার বউ পালাল শ্যালককে নিয়ে, তাও আবার বিয়েবাড়ি থেকে! সঙ্গে উধাও লক্ষাধিক টাকা-গয়না...

শুভপম সাহা | Updated By: May 22, 2025, 05:47 PM IST
UP Shocker: বিয়ের রাতে পান আনতে রাস্তায় বর, বউ পালাল শ্যালককে নিয়ে! গায়েব লক্ষাধিক টাকা-গয়না...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জমিয়ে লাঞ্চ বা ডিনারের পর, মুখে একটা পান না দিলে, অনেকেরই খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। শুধু বাঙালি বলেই নয়, বহু ভারতীয়ই এমন অভ্যাসে বাঁধা। তেমনই এক বর বিয়ের রাতে খাওয়ার পর, বাড়ির বাইরে পা রেখেছিলেন পান কেনার জন্য! তিনি ভাবতেও পারেননি যে, বাড়ি ফিরে এসে শুনবেন, তাঁর বউ পালিয়েছেন শ্যালককে নিয়েই! এর সঙ্গেই লক্ষাধিক টাকা এবং গয়নাও বাড়ি থেকে হাওয়া। 

চমকে দেওয়ার মতো এই ঘটনা উত্তরপ্রদেশের হামিরপুর জেলার (Hamirpur district in Uttar Pradesh)! বিয়ের মাত্র ২৪ ঘণ্টা পরেই বরের আলোকিত জীবনে আচমকাই নেমে এসেছে অন্ধকার। বরের পরিবার, কনের বিরুদ্ধে নগদ টাকা ও গয়না হাতানোর অভিযোগ করেছে স্থানীয় থানায়। পুলিশ এখন উভয় পরিবারের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। 

আরও পড়ুন: ইন্দিরার 'দ্য ব্ল্যাক টাইগার', বাঁচিয়েছেন ২০০০০ ভারতীয়কে! চর্চায় ফের রবীন্দ্র কৌশিক

বিভাউর থানা এলাকার জালালপুর পুলিস স্টেশনের অন্তর্গত এক গ্রামের যুবক বিয়ে করেছিল গত ১৭ মে। বিয়ের পরের দিন অর্থাত্‍ ১৮ মে কনেকে বরের বাড়ি নিয়ে আসা হয়েছিল। দিনের বেলায় আচার-অনুষ্ঠানের কিছু পালা ছিল। এরপর ১৯ মে বিবাহ-পরবর্তী আরও কিছু অনুষ্ঠান হয়েছিল। ওই রাতেই কনে, গোপনে তাঁর শ্যালককে ফোন করে বাড়িতে আসতে বলেন। বর যখন পান আনতে বেরিয়ে ছিলেন, তখনই শ্যালক দু'জন অজ্ঞাত পরিচয়ের লোককে নিয়ে সেখানে উপস্থিত হয়। মুহূর্তের সুযোগ নিয়ে তাঁরা কনেকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। 

কনেকে তাঁর শ্যালকের সঙ্গে চলে যেতে দেখে, বরের পরিবার হইহই কাণ্ড শুরু হয়ে যায়। বিয়েতে আসা আত্মীয়স্বজনরা সেই গাড়িটি ধাওয়া করার চেষ্টা করেও, তাদের ধরতে ব্যর্থ হয়। এরপর বরের পরিবার সঙ্গে সঙ্গে থানায় ছুটে যায়। বরের পরিবার পুলিসকে জানিয়েছে যে, ৫ লক্ষ টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে বউ।

এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিস, কনেকে তাঁর শ্যালকের বাড়ি থেকে খুঁজে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তদন্ত চলাকালীন, কনে অভিযোগ করে যে, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে কম যৌতুক আনায় চূড়ান্ত অপমান করেছিল। এমনকী শারীরিক নির্যাতনও করা হয় নতুন বউকে। তাঁর বক্তব্য শোনার পর, পুলিস তাঁকে বড় বোনের হাতে তুলে দেয়। স্টেশন হাউস অফিসার রাজেশ কুমার পাণ্ডে নিশ্চিত করেছেন যে, পুলিস শ্যালকের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁকে থানায় হাজিরা দিতে বলেছে। আরও তদন্ত এবং সমাধানের জন্য উভয় পরিবারকে নিয়ে পুলিস এক জায়গায় বসবে।
 
আরও পড়ুন: চলন্ত বাইকে বরকে জুতো খুলে পেটাচ্ছেন বউ! যোগীরাজ্যের ঘটনায় তোলপাড় নেটপাড়া...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.