Haryana Incident: পায়ুতে জলের পাইপ ঢুকিয়ে কল দিয়েছে খুলে! বন্ধুদের মজা ডেকে আনল মর্মান্তিক মৃত্যু...
Haryana Man Died: সামান্য মজা-ই ডেকে আনতে পারে চরম পরিণতি। হরিয়ানার এই ঘটনা তারই প্রমাণ।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুদের সঙ্গে খামারবাড়িতে স্নান করতে নেমেছিলেন যুবক। সেইসময়ই বন্ধুরা ওই যুবকের পায়ুতে জলের পাইপ ঢুকিয়ে কল খুলে দেয় বলে অভিযোগ। আর সেটাই ডেকে আনে বিপত্তি। উচ্চচাপে জলে চরম পরিণতি ঘটে ওই যুবকের। মৃত্যু হয় মনোজ চৌহান নামে ওই যুবকের।
পুলিস জানিয়েছে, মৃত মনোজ চৌহান ফরিদাবাদের সঞ্জয় কলোনির বাসিন্দা। তিনি তাঁর ৪ বন্ধুকে নিয়ে একটি খামারবাড়িতে স্নান করতে গিয়েছিলেন। সেইসময়ই তাঁকে খুনের অভিযোগ উঠেছে চার বন্ধু- অতিন্দর, কার্তিক, সন্দীপ ও রাহুলের বিরুদ্ধে। মজা করতে গিয়েই তাঁরা তাঁকে মেরে ফেলেন বলে অভিযোগ।
আরও পড়ুন, Maduri Gupta: 'চার্মিং' জামশেদকে মন দেওয়া-নেওয়া! প্রেমে পড়ে 'পাকচর' ৬১-র মাধুরী...
প্রত্যেকেই ৩০ বছরের কম বয়সী। স্নান করার সময় অতিন্দর, কার্তিক, সন্দীপ ও রাহুল মজা করে মনোজের পায়ুতে জলের পাইপ ঢুকিয়ে কল খুলে দেয়। উচ্চ চাপে ছাড়া ওই জলের তোড়ে গুরুতর অভ্যন্তরীণ আঘাত লাগে মনোজের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন, 8th Pay Commission: অষ্টম পে কমিশনে হাতে 'লটারি'! বেতন বাড়তে পারে ৪০ হাজার থেকে ১ লাখ...
অভিযোগের ভিত্তিতে সন্দীপ এবং রাহুল ওরফে কবুতরকে গ্রেফতার করেছে পুলিস। ওদিকে অতিন্দর এবং কার্তিককে খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিস। পুলিস সূত্রে খবর, ১৬ মে রাতে তাঁরা সবাই মিলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এরপর ১৭ মে সকালে ৫ জন মিলে ফার্মহাউজে যায়। তারপর বেলায় গুরুতর অসুস্থ অবস্থায় মনোজকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় অভিযুক্ত ৪ জন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)