ওয়েব ডেস্ক : দেশজুড়ে টাকা বাতিলের সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে উঠেছে ঝড়। আর তার মাঝেই কার্যত নিরবেই হয়ে গেল এই কাজ। যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেদের তৈরি করে রাখল ভারতীয় বায়ুসেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে বায়ুসেনার পক্ষ থেকে একটি ফাইটার বিমানকে পরীক্ষামূলক ভাবে নামানো হল আগ্রা-লখনঔ এক্সপ্রেসওয়েতে। পর মূহূর্তেই প্লেনটি নিমেষের মধ্যে তা আবার টেকঅফ করে নেয়।


আরও পড়ুন- নাম না করে মমতা আর কেজরিওয়ালকে তোপ বেঙ্কাইয়া


সাধারণ ভাবে যুদ্ধ পরিস্থিতিতেই এভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হতে পারে যুদ্ধ বিমান। ফলে, আজকের এই মহড়ার পর কিছুটা হলেও চিন্তা বেড়েছে সাধারণ মানুষের মনে।


৩০২ কিলোমিটার লম্বা এই হাইওয়েটিতে ৩ কিলোমিটার অংশকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে যুদ্ধের সময় ফাইটার বিমানের জরুরী অবতরণ করা সম্ভব হয়।