Operation Sindoor: 'ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে', সাফ জানিয়ে দিলেন নমো

Operation Sindoor: সূত্রের খবর ভারত পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, ভারত যদি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে তাহলে ভারত পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর ব্যাপারে কথা বলবে

Updated By: May 11, 2025, 06:27 PM IST
Operation Sindoor: 'ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে', সাফ জানিয়ে দিলেন নমো

সিদ্ধান্ত সিব্বল: পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। কোথাও পাকিস্তানের এয়ার বেস, কোথাও পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। এরকম এক পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয় গতকাল শনিবার। তার পরেই দুদেশের মধ্য়ে গোলাগুলি থামে। দুই দেশের গোলমালের মধ্যে আমেরিকার দাবি, তাদের মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরছে। তবে সূত্রের খবর, পাকিস্তানকে নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে কড়া কথা শুনিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী মার্কিন উপ রাষ্ট্রপতি ভান্সকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে ভারতের জবাব হবে অত্যন্ত কড়া। সেই জবাব হবে ধ্বংসাত্মক।  উল্লেখ্য়, পাক সীমানা থেকে গোলাগুলি নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর তিনি সেনাকে সাফ জানিয়ে দিয়েছেন, ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে।  

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে দুপক্ষের সঙ্গে কথা বলেন জে ডি ভান্স। একদিকে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনীর এবং অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেন ভান্স। তখনই ভান্সকে কড়া কথা শুনিয়ে দেন মোদী।

সূত্রের খবর ভারত পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, ভারত যদি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে তাহলে ভারত পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর ব্যাপারে কথা বলবে। পাশাপাশি পাক জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলা হবে।

আরও পড়ুন-ব্রহ্মসেই বাজিমাত! জইশের হেড কোয়ার্টার ধুলিসাত্ ভারতের এই ব্রহ্মাস্ত্রেই?

আরও পড়ুন-পাকিস্তান বাড়াবাড়ি করলে চাবকে দাও‌! বাহিনীকে পুরো ছাড় সেনাপ্রধানের...

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর,  সংঘর্ষবিরতির জন্য প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেন জে ডি ভান্স। তাঁর কাছে নাকি ভারত-পাকিস্তানের এই সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সূত্রের খবর ভান্স নাকি প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন এক সপ্তাহের মধ্যে দুদেশের মধ্যে উত্তেজনা চরম আকার নিতে পারে।

দুদেশের উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল ভারত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই ভারত জানিয়ে দিয়েছিল যে তারা পাক জঙ্গিদের নিশানা বানাবে। তবে অশান্তি এড়াতে ডিজিএমও পর্যায়ে কথাবার্তা চলছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, সমস্যা তৈরির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিল ভারত। যখন ঠিক হয়ে যায় যে পাক জঙ্গিঘাঁটিতে আঘাত করা হবে তখন তা আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.