Mahakumbh| IIT Baba: আখাড়া থেকে বহিষ্কৃত মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা, কেন?

Mahakumbh| IIT Baba: বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করে সত্যের খোঁজে বেরিয়ে পড়েছেন আইআইটি বাবা

Updated By: Jan 19, 2025, 04:00 PM IST
Mahakumbh| IIT Baba: আখাড়া থেকে বহিষ্কৃত মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা, কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে হাইচই ফেলে দিয়েছিলেন আইআইটি বাবা অভয় সিং। বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়ে পড়েছেন সত্যের খোঁজে। সেই আইআইটি বাবাকে বহিষ্কার করল জুনা আখাড়া। জানা যাচ্ছে জুনা আখাড়ায় ঢোকা নিষিদ্ধ হয়েছে আইআইটি বাবার। কারণ তিনি তাঁর গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে কুকথা বলেছিলেন। এমনটাই অভিযোগ।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-তরুণ ক্রিকেটারের রহস্য মৃত্যু! এসএসকেএম-এর সামনে বিক্ষোভ পরিবারের...

জুনা আখাড়ার এক সন্ন্যাসী সংবাদমাধ্য়মে বলেন, ওঁর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। উনি আমাদের বদনাম করছিলেন। সাধু নন, উনি একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি বলছিলেন। তাই ওঁকে বের করে দেওয়া হয়েছে। এদিকে, তাঁকে যে বহিষ্কার করা হয়েছে তা মানতে নারাজ আইআইটি বাবা। বরং তাঁর দাবি, আখাড়ার সাধুরা তাঁর সম্পর্কে গুজব ছড়াচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় আইআইটি বাবা অভয় সিং। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ৩ লাখ।  সংবাদমাধ্য়মে তিনি বলেন, ওরা ভাবছে আমি খুব জনপ্রিয় হয়ে উঠেছি। ওঁদের সম্পর্কে কিছু বলে দেব।

উল্লেখ্য, হরিয়ানার বাসিন্দা অভয় সিং আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরে পাল্টিমিডিয়ার কোর্স করেন। তার পর তিনি আধ্যাত্মিক পথে পা বাড়িয়ে দেন। তাঁর দাবি, বিজ্ঞান এই পৃথিবীর বহু জিনিস আমাদের কাছে ব্যাখ্যা করে। কিন্তু এনিয়ে গভীর আলোচনা করলে তা আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.