India LRLACM: বিদেশের মাটিতে ভারতে দেখাল এই মিসাইলের ভয়ংকর ক্ষমতা, জেনে নিন পাল্লা...

India LRLACM: বিভিন্ন উচ্চতায় এটি সমান দক্ষতায় কাজ করতে পারে। ২০২৪ সালের ১২ নভেম্বর ওড়িশার চাঁদিপুর থেকে LRLACM এর পরীক্ষা করা হয়

Updated By: May 15, 2025, 01:08 PM IST
India LRLACM: বিদেশের মাটিতে ভারতে দেখাল এই মিসাইলের ভয়ংকর ক্ষমতা, জেনে নিন পাল্লা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুনিয়ার নজর কেড়েছে ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মস। ইতিমধ্যেই ফিলিপিন্সকে ব্রহ্মস বিক্রি করেছে ভারত। পাশাপাশি দুনিয়ার ১৭ দেশ ব্রহ্মস কেনার আগ্রহ দেখিয়েছে। এবার এথেন্সে অস্ত্র প্রদর্শনিতে ভারত প্রদর্শন করল তার ভয়ংকর অস্ত্র লং রেঞ্জ অ্যাটাক ক্রুইজ মিসাইল(LRLACM)। অ্যারোনটিক্যাল ডেভলপমেন্ট এসটাবলিশমেন্ট ও  ডিআরডিওর তৈরি ভারতের এই সাবসনিক ক্রুইজ মিসাইলের পাল্লা ১০০০ কিলোমিটার।

নির্ভয় মিসাইলের নতুন ভার্সন হল LRLACM । গত বছর ১২ নভেম্বর LRLACM এর সফল পরীক্ষা হয় ওড়িশার চাঁদিপুর থেকে।  এটি তৈরি করা হয়েছে লম্বা দূরত্বে প্রিসিশন স্ট্রাইকের জন্য। এটি যে উচ্চতায় ওড়ে তাতে এটিকে খুঁজে বের করা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে অত্যন্ত শক্ত।

LRLACM এর বিশেষত্ব হল এটির বৈচিত্র। মাটিতে মোবাইল ল্যঞ্চপ্যাড থেকে এটি নিক্ষেপ করা যায়। বিভিন্ন উচ্চতায় এটি সমান দক্ষতায় কাজ করতে পারে। ২০২৪ সালের ১২ নভেম্বর ওড়িশার চাঁদিপুর থেকে LRLACM এর পরীক্ষা করা হয়। ওই পরীক্ষা সফল হয়।  এই মিসাইলটি তৈরি করেছে ডিআরডিও এবং বেঙ্গালুরুর অ্যারোনটিক্যাল ডেভলপমেন্ট এসটাবলিশমেন্ট।

আরও পড়ুন-ভরা প্রেগন্যান্ট, রিস্ক নিয়েই কারগিলে যুদ্ধে লড়েছিলেন এই সেনা অফিসার! বীরাঙ্গনা ক্যাপটেন যশিকাকে চেনেন?

আরও পড়ুন-পিটিয়ে মারছে জনতা! 'পাকিস্তান জিন্দাবাদ' বলার মাশুল গুনল ভোপালের গ্যাংস্টার? সত্যি?

এদিকে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর হলে ব্রহ্মসের ক্ষমতা দেখে ভারতের কাছ থেকে ভয়ংকর ওই অস্ত্র কিনতে চেয়েছে দুনিয়ার ১৭ দেশ। ব্রহ্মসের গতি ও এর নিখুঁত আঘাত হানার ক্ষমতার জন্য এটি দুনিয়ার নজর কেড়েছে।   ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক নিশানায় আঘাত হেনেছে ভারতের মিসাইল। যোগী আদিত্যনাথের মতো নেতার দাবি ওইসব মিসাইলের মধ্যে ছিল ব্রহ্মসও।

ইতিমধ্যেই ফিলিপিন্সের মতো দেশকে ৩৭৫ মিলিয়ন ডলারে ব্রহ্মস বিক্রি করেছে ভারত। ফিলিপিন্সের পর এবার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, বেনেজুয়েলা, ইজিপ্ট, দক্ষিণ আফ্রিকা, মিশর, বুলেগিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ ব্রহ্মস কিনতে চেয়েছে। ব্রহ্মস হল ভারতের সবচেয়ে দ্রুতগামী মিসাইল। এটির গতি ৩ ম্যাচ। এটি বহন করতে পারে ২০০-৩০০ কেজি পে লোড। এর পাল্লা ৮০০ কিলোমিটার। অর্থাত্ এটি পৌঁছে যেতে পারে পাকিস্তানের যেকোনও জায়গায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.