India To Host Top Spy Chiefs: বিশ্বের সেরা ২০ দেশের গুপ্তচর সংস্থার মাথারা দিল্লিতে, বসবেন দোভালের সঙ্গে বৈঠকে! বড় কিছু ঘটতে চলেছে...
NSA Ajit Doval: দোভালের সভাপতিত্বে দিল্লিতে হতে চলেছে বড়সড় বৈঠক। কোনও বড় কিছু ঘটার ইঙ্গিত! বিশ্বের ২০ টি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরা ভারতের কেনই বা বৈঠকে বসছেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিত দোভালের নেতৃত্বে এবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিশ্বের তাবড় গোয়েন্দা প্রধানরা। ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টাই (NSA) এই বৈঠকের সভাপতিত্বও করবেন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহ, মধ্য-প্রাচ্য বিশেষ করে প্যালেস্টাইন-ইজরায়েলের অশান্ত পরিস্থিতি, পাকিস্তানে ট্রেন হাইজ্যাক - এই সমস্ত উপ্তত্ত পরিস্থিতির আঁচেই গ্লোবাল ইন্টালিজেন্স কনফারেন্স কী কোনও বড় কিছু হওয়ার ইঙ্গিত!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান, তুলসী গাবার্ড, কানাডার স্পাই চিফ ড্যানিয়েল রজার্স এবং বিট্রেনের এমআই সিক্স চিফ রিচার্ড মুর থাকবেন এই বৈঠকে। কনফারেন্স হবে আগামী ১৬ মার্চ। এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে যখন চিন, রাশিয়া এবং ইরান যৌথ নৌ মহড়া দিচ্ছে। এদিকে, এই সময়েই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুস্কৃতীকা বোলান অঞ্চলে ট্রেন হাইজ্যাক করেছে।
বৈঠকে সন্ত্রাসবাদ এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্ট্র্যাটেজি নিয়েই আলোচনায় বসতে চলেছেন গুপ্তচর সংস্থার প্রধানরা। অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড এবং আরও বেশ কয়েকটি মিত্র দেশের গোয়েন্দা প্রধানরাও নয়াদিল্লিতে আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গাবার্ড তার বিদেশ সফরের অংশ হিসাবে ভারত সফর করছেন। যার মধ্যে জাপান, থাইল্যান্ড এবং ফ্রান্সেও যাবেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ভারতে এই প্রথম সফরে আসছেন।
এর আগে আমেরিকা সফরে মোদীর সঙ্গে ন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টরের বৈঠক হয়। এবার ভারতের শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার বিরক্তি প্রকাশ এবং পাকিস্তান ও আফগান নাগরিকদের সে দেশে প্রবেশাধিকার বন্ধের ইঙ্গিত প্রসঙ্গগুলি তুলসী গাবার্ডের সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কানাডার গোয়েন্দা প্রধানের ভারত সফরও উল্লেখযোগ্য। জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হওয়ার পর এই সফর দামি তো বটেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)