নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের রায়গড়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কপ্টার। তবে এখনও কোনও হতাহতের খবর নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দুপুর আড়াইটে নাগাদ রাইগড় জেলার নন্দগাঁওয়ে কোস্ট গার্ডের ওই কপ্টারটি ভেঙে পড়ে। কপ্টারটিতে ছিলেন মোট ৩ জন। এদের মধ্যে ৩ জনই নিরাপদে নেমে আসেন। তবে এক মহিলা পাইলট গুরুতর জখম হয়েছেন বলে জানা ‌যাচ্ছে।


আরও পড়ুন-পিএনবিকাণ্ড থেকে শিক্ষা, ৫০ কোটির ঋণে পাসপোর্ট তথ্য বাধ্যতামূলক করল কেন্দ্র


এখনও প‌র্যন্ত পাওয়া খবর অনু‌যায়ী কপ্টারটি অবতরণ করার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। ‌মাঝ আকাশেই কপ্টারটিতে ‌যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তার পরেই সেটিকে মাটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। কিন্তু সেটি আয়ত্বের বাইরে চলে ‌যায়।


মাস দুয়েক আগে মহারাষ্ট্রে উপকূলবর্তি এলাকায় ওএনজিসির একটি কপ্টার ভেঙে পড়ে। ওএনজিসির ৫ অধিকারিক ও ২ পাইলটকে নিয়ে আকাশে ওড়ার পড়ে কপ্টারটি ভেঙে পড়ে।