Boycott Turkey: ৯ বিমানবন্দরের নিরাপত্তা সেলেবির হাতে! কেন্দ্রের পদক্ষেপে ভারতে তুর্কিয়ের খেল খতম...

Celebi Aviation: সেলেবি এভিয়েশন দিল্লি, মুম্বাই এবং চেন্নাই সহ দেশের ন'টি প্রধান বিমানবন্দরে গুরুত্বপূর্ণ উচ্চ-নিরাপত্তা কার্যক্রমের জন্য দায়ী। আর তাদের বরদাস্ত করছে না কেন্দ্র। চলে এল বিরাট আপডেট।

শুভপম সাহা | Updated By: May 15, 2025, 07:40 PM IST
Boycott Turkey: ৯ বিমানবন্দরের নিরাপত্তা সেলেবির হাতে! কেন্দ্রের পদক্ষেপে ভারতে তুর্কিয়ের খেল খতম...

জি ২৪ ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তান (India Vs Pakistan) সংঘর্ষের সময় শয়তান দেশকে সশস্ত্র ড্রোন এবং অপারেটর সরবরাহ করেছিল তাদের মিত্র দেশ তুর্কিয়ে। এরপরেই তুর্কিয়ে বয়কটের ডাক উঠেছে দেশ জুড়ে (Boycott Turkey)। এই পরিস্থিতিতে 'জাতীয় নিরাপত্তা'র কারণে তুর্কিয়ে এভিয়েশন সংস্থা সেলিবি এভিয়েশনের (Celebi Aviation) ছাড়পত্র বাতিল করল কেন্দ্র! মুম্বাই এবং চেন্নাই-সহ দেশের ৯টি ভারতীয় বিমানবন্দরে উচ্চপর্যায়ের নিরাপত্তার কাজে যুক্ত সেলিবি। প্রতি বছরে ভারতে ৫৮০০০ ফ্লাইট পরিচালনা করে তুর্কির সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায়, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো ওরফে বিসিএএস (BCAS) নির্দেশিকা জারি করে বিরাট পদক্ষেপ জানিয়ে দিল। 

আরও পড়ুন: ৯ বিমানবন্দরের নিরাপত্তা সেলেবির হাতে! 'ভারত থেকে তুর্কিদের লাথি মেরে তাড়াও'...

সেলেবি এভিয়েশন মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ম্যানেজমেন্ট এবং এয়ারসাইড অপারেশনসের কাজগুলি করে। বিমানবন্দরের পরিবেশ কিন্তু সংবেদনশীল এবং নিয়ন্ত্রিত প্রকৃতির। এখানেই শেষ নয়, মাথায় রাখতে হবে তা সরাসরি বিমানের সঙ্গেই যুক্ত। যে কারণেই তা উচ্চপর্যায়ের হিসেবে ধরা হয়। সেলেবি কর্মীরা এয়ারসাইড জোনে কাজ করেন, যা বিমানবন্দরের হাই-সিকিউরিটি জোন। সেলেবি কর্মীরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত জিনিসপত্র সহ কার্গো লজিস্টিক এবং যাত্রীদের লাগেজও পরিচালনা করেন।  সেলেবির অফিসিয়াল ওয়েবসাইট বলছে, তারা ভারতে প্রতিবছর ৫৮,০০০ এরও বেশি ফ্লাইট এবং ৫ লক্ষ ৪০ হাজার টনেরও বেশি পণ্য পরিবহন করে। সেলেবির কর্মী সংখ্যা ৭৮০০ জন। সেলেবিকে ২০২২ সালের ২১ নভেম্বর গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি বিভাগের অধীনে ছাড়পত্র দেওয়া হয়েছিল। অবশেষে তা প্রত্যাহার করে নেওয়া হল। 

 
মুম্বই বিমানবন্দরের হাত ধরে ভারতে পা রাখার এক বছরের মধ্যে সেলেবি আনুষ্ঠানিক ভাবে ভারতে তার কার্যক্রম দু'টি সংস্থার অধীনে নিবন্ধিত করে। গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া এবং নতুন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিষেবার জন্য সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া চালু করে। গত এক দশকে এই দুই প্রাথমিক স্টেশন ভারত জুড়ে ন'টি বিমানবন্দরের নেটওয়ার্ক প্রসারিত হয়েছে। এর মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, কোচি, কান্নুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গোয়া, আহমেদাবাদ এবং চেন্নাই। ভারতে সেলেবির পরিষেবাগুলির মধ্যে রয়েছে যাত্রী পরিষেবা, লোড নিয়ন্ত্রণ এবং ফ্লাইট পরিচালনা, র‌্যাম্প পরিষেবা, সাধারণ বিমান পরিষেবা, কার্গো এবং ডাক পরিষেবা, গুদাম পরিষেবা এবং সেতু পরিচালনা রয়েছে। সেলেবি এভিয়েশন হোল্ডিংস তার প্রায় ৭৫ শতাংশ ব্যবসা বিদেশী ক্যারিয়ারের সঙ্গে পরিচালনা করে, বাকি ২৫ শতাংশ ভারতীয় বিমান সংস্থাগুলির সঙ্গে।  

.