Train Cancelled: নতুন করে ক্যানসেল আরও ৪, ২৫ তারিখ পর্যন্ত টানা বাতিল বহু ট্রেন! কী কী, রইল Full List
18 Trains Cancelled In West Bengal: রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণেই দক্ষিণ-পূর্ব রেল ট্রেন বাতিল করেছে। আরও বেশকিছু ট্রেনের রুট সংক্ষেপ করা হয়েছে। রুট ঘোরানোও হয়েছে।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ট্রেন বাতিল। ফের ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের। ১৯ মে থেকে ২৫ পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল থাকার কথা আগেই জানিয়েছিল রেল। আজ নতুন করে আরও ৪টি ট্রেন বাতিলের কথা জানানো হল।
যে ট্রেনগুলি ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত বাতিল:
১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস
১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
৬৮০৯৫/৬৮০৯৬ ময়নাপুর-বাঁকুড়া-ময়নাপুর মেমু
৬৮১০১/৬৮১০২ খড়গপুর-আদ্রা-খড়গপুর মেমু
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু
১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু
৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু
নতুন করে বাতিল আরও ৪ ট্রেন
একইসঙ্গে ১২৮৮৩/১২৮৮৪ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস বাতিল ২০ ও ২১ তারিখ।
১২০২১/১২০২২ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বাতিল ২০ তারিখ।
১২৮৫৮ দীঘা-হাওড়া এক্সপ্রেস বাতিল ২০ ও ২১ তারিখ।
২২৮৯৭ হাওড়া-দীঘা এক্সপ্রেস বাতিল ২০ ও ২১ তারিখ।
এছাড়াও, ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু ২০ মে গড়বেতা স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন চলাচল করবে। ১৮০২৩/১৮০২৪ খড়গপুর-গোমো-খড়গপুর এক্সপ্রেস ২০ মে আদ্রা স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন চলাচল করবে। ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরভূম মেমু ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত আদ্রা স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন চলাচল করবে।
নির্দেশিকা জারি করে আরও বলা হয়েছে ২৫ মে টাটানগর থেকে চান্ডিল, গুন্ডা বিহার এবং মুরি হয়ে হাতিয়া স্টেশন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস। সেইসঙ্গে ১৮৬২৭ এবং ১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস ট্রেনটিও ২৫ মে কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর হয়ে ঘুরে যাবে।
আদ্রা বিভাগে রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণেই ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। সেইসঙ্গে ৬টি ট্রেনের রুট সংক্ষেপ করা হয়েছে। যাত্রীদের অসুবিধা ভোগান্তি এড়াতে পরিবর্তিত সময়সূচী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। এও বলা হয়েছে যে যাত্রীদের আরও ভালো রেল পরিষেবা দেওয়ার কারণেই বেশ কয়েকটি স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
আরও পড়ুন, Jyoti Malhotra: জঙ্গি হামলার আগেই পহেলগাঁওতে জ্যোতি! ট্রাভেল ভিডিয়োয় ফাঁস ভয়ংকর গুপ্তচরবৃত্তি...
আরও পড়ুন, Covid 19: জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে দেশে ফের করোনায় মৃত্যু? আবার কি লকডাউন? বিশেষজ্ঞরা বলছেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)