TTE sent passenger obscene messages: ট্রেনে টিটির কুকীর্তি! চার্ট থেকে নম্বর নিয়ে তরুণী যাত্রীকে 'নোংরা-নোংরা' মেসেজ, শেষে...
Indian Railways news: ট্রু কলার অ্যাপের মাধ্যমে তরুণী জানতে পারেন যে, অপরিচিত ওই নম্বরটি টিটির। তারপরই যথাযথ জায়গায় অভিযোগ দায়ের। আর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় ভারতীয় রেল।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় রেলে টিটির কুকীর্তি। যাত্রী সংরক্ষণ তালিকা থেকে এক তরুণী যাত্রীর মোবাইল নম্বর নিয়ে তাঁকে আপত্তিকর মেসেজ পাঠানোর দায়ে চাকরি হারালেন এক টিকিট পরীক্ষক। বুন্দলখন্ড এক্সপ্রেসের ওই টিকিট পরীক্ষককে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিউটি থেকে বরখাস্ত করা হয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
১১ মার্চ বুন্দেলখণ্ড এক্সপ্রেসের থার্ড এসি কোচে বারণসী থেকে ঝাঁসি যাচ্ছিলেন ওই তরুণী অভিযোগ,তখন টিটি রামলাখান মীনা তাঁর টিকিট পরীক্ষা করার পর থেকে তাঁকে উত্যক্ত করতে থাকেন। তাঁর দিকে ইঙ্গিতপূর্ণ চোখে তাকান। আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। এমনকি তাঁর আরও গুরুতর অভিযোগ, ট্রেন ঝাঁসির মৌরানিপুর পৌঁছলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।
আচমকা একটি অপরিচিত নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে অশ্লীল আপত্তিকর মেসেজ আসতে থাকে। আবার টিনি স্ক্রিনশট নেওয়ার আগেই সেইসব মেসেজ মুছেও ফেলা হয়। এরপরই তিনি ট্রু কলার অ্যাপের মাধ্যমে জানতে পারেন যে, অপরিচিত ওই নম্বরটি টিটি রামলাখান মীনার। বুঝতে পারেন, রিজার্ভেশন চার্ট থেকে নম্বর নেওয়া হয়েছে তাঁর।
সঙ্গে সঙ্গেই ভারতীয় রেলের গ্রিভ্যান্স পোর্টালে অভিযোগ জানান তিনি। এরপরই অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় ভারতীয় রেল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন, Carbon Monoxide Inside: 'সাবধান, ভিতরে কার্বন মনোক্সাইড,' মর্মান্তিক যন্ত্রণায় ভিতরে যুবক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)