ভারতের সীমানায় ঢুকলে কঠিন পরিণাম হবে, সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করালেন শাহ
গত কয়েক বছরে কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরেন শাহ
নিজস্ব প্রতিবেদন: লাদাখ নিয়ে চিন-ভারত সীমান্ত উত্তেজনা খানিকটা কমেছে দুদেশের কমান্ডার পর্যায়ের বৈঠকের পর। শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মধ্যমে তা মিটিয়ে নেওয়ার হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এর মধ্যেই সীমান্তে দখলদারি নিয়ে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-করোনা মুক্ত দেশ কীভাবে করলো নিউ জিল্যান্ড? জেনে নিন
সোমবার ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে ওড়িশা জন সংবাদ র্যালিতে ভাষণ দিচ্ছিলেন শাহ। সেখানে তিনি বলেন, ভারতের সীমানা দখল করা কোনও ছেলেখেলা নয়। সার্জিক্যাল স্ট্রাইক, বিমানহানার কথা মনে করুন। জঙ্গি হানা আমাদের সময়েও হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সময় নষ্ট করেননি। সার্জিক্যাল স্ট্রাইক করে, বিমানহানা চালিয়ে পাকিস্তানকে শাস্তি দেওয়া হয়েছে। গোটা দুনিয়া বুঝতে পেরেছে ভারতীয় সীমানায় ঢুকে পড়া কোনও ছেলেখেলা নয়। এর পরিণতি ভয়ঙ্কর হবে।
সম্প্রতি তিনি বিহারের জন্য এরকম একটি সভা করেছেন। আজ ছিল ওড়িশার জন্য। গত কয়েক বছরে কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরেন শাহ। তিনি বলেন, দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠাতা নিয়ে অনেকে ক্ষমতায় এসেছে। এতদিন কারও ক্ষমতা ছিল না ৩৭০ ধারা ৩৫এ ধারা বিলোপ করে। মোদী সরকার তা পেরেছে।
আরও পড়ুন-রাজ্যে কবে বর্ষা ঢুকছে? স্পষ্ট করে জানিয়ে দিল আবহাওয়া দফতর
ওড়িশায় নবীন পট্টনায়ককে নিশানা করে শাহ বলেন, ওড়িশায় ৪২ শতাংশ বাড়িতে পানীয় জল নেই। সেই জল সরবারহ করার জন্য প্রধানমন্ত্রী চালু করেছেন জল জীবন মিশন। ২০২০ সালের মধ্যে দেশের ২৫ কোটি মানুষের কাছে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।