Karnataka: অতুল সুভাষের পর ফের আর এক 'বলি'। স্ত্রী অত্যাচারে চরম সিদ্ধান্ত কর্ণাটকের যুবকের। বিয়ের দুবছর যেতে না যেতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তিনি। সুইসাইড নোটে লেখেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতুল সুভাষ আত্মহত্যার ঘটনা সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল। ২৪ পাতার সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছিলেন স্ত্রীর অত্যাচারের কথা। ফের আবার স্ত্রী-র অত্যাচারের শিকার হলেন আর এক ব্যক্তি।
কর্ণাটকের হুব্বলিতে এক ব্যক্তি স্ত্রীর অত্যাচারে নিলেন চরম সিদ্ধান্ত। আত্মহত্য়া করে নিজের জীবন শেষ করেন তিনি। একটি নোট রেখে গেছেন যেখানে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে 'নির্যাতন' করার অভিযোগ করেছেন। পিটার গোল্লাপল্লী নামে ওই ব্যক্তি রবিবার আত্মহত্যা করেন। জানা গিয়েছে, গত তিন মাস ধরে পারিবারিক কলহের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন।
সুইসাইড নোটটি পিটার তাঁর বাবার উদ্দেশ্য লিখে রেখে যান। সেখানে লেখা, 'বাবা, আমি দুঃখিত। আমার স্ত্রী পিংকি আমাকে মেরে ফেলবে। ও চায় আমি মরে যাই। আমি স্ত্রীর অত্যাচারের কারণে মারা যাচ্ছি।'
পিটারের ভাই জয়াল জানিয়েছেন, গির্জা থেকে ফেরার পর রবিবার বেলা ১২.৩০ নাগাদ আমরা তাঁর মৃতদেহ উদ্ধার করি। জয়াল বলেন, 'তিনি একটি সুইসাইড নোট লিখেছেন। সেখানে তিনি বলেন তাঁর স্ত্রী পিঙ্কি চায় যে, তিনি মারা যান।'
জয়াল আরও বলেন, 'স্বামী-স্ত্রীর মধ্যে অনেক দিন ধরেই সমস্যা চলছিল। তাদের বিয়ের দুবছর হয়ে গিয়েছে। গত তিন মাস ধরে তারা আলাদা ছিল। তাদের বিচ্ছেদের মামলা এখনও কোর্টে চলছে।' তিনি আরও প্রকাশ করেছিলেন যে বিবাহবিচ্ছেদের মামলায় ক্ষতিপূরণের দাবি হিসাবে ২০ লক্ষ টাকার কারণে পিটার প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন।
আরও পড়ুন:Parambrata Chattopadhyay: 'crush ক্ষণস্থায়ী class চিরদিনের'! তৃপ্তি নয়, বিদ্যায় মুগ্ধ পরমব্রত...
পিটারের বাবা ওবায়্যা অভিযোগ করেন, স্ত্রীর আচরণ ও পরিবারের দাবির কারণে তার ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, 'আমার ছেলে তাঁর স্ত্রীর অত্যাচারে মারা গিয়েছে। একই কথা জানিয়ে একটি চিঠিতেও লিখেছেন তিনি। পুলিস সেই চিঠি নিয়ে গিয়েছে। বউমা যখন তখন তাঁর মায়ের বাড়ি চলে যেত। এবং আমার ছেলেকে বলত যে সে মারা গেলেও সে ফিরে আসবে না। বউমার ভাই তাদের বিবাহবিচ্ছেদের মামলায় ক্ষতিপূরণ হিসাবে ২০ লক্ষ টাকা দাবি করেছিল।'
ওবায়্যা আরও অভিযোগ করেন যে অফিস মিটিং চলাকালীন তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরে পিটার চাকরি হারিয়েছিলেন। যার ফলে পিটারের বস তাঁকে বরখাস্ত করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩ এর ১০৮ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে, যা আত্মহত্যার প্ররোচনার সঙ্গে সম্পর্কিত। ইতোমধ্যেই পুলিস ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। অশোক নগর পুলিস বর্তমানে মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ডেথ নোট এবং অন্যান্য প্রমাণ পরীক্ষা করছে।
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.