কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লির জনজীবন

ওয়েব ডেস্ক : দিল্লি আছে দিল্লিতেই। কুয়াশার দাপট অব্যাহত। রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। ব্যাহত জনজীবন। সড়ক, রেল, বিমান পরিষেবা বিপর্যস্ত।  স্বাভাবিকের তুলনায় বেশ কম।

দেরিতে ছাড়ে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ফ্লাইট। ডোমেস্টিক ফ্লাইটগুলিও ছাড়তে দেরি হয়। ভালো রকম প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। সাতটি ট্রেন বাতিল হয়েছে। সময়সূচি বদল করতে হয়েছে আঠেরটি ট্রেনের। দিল্লিগামী প্রায় শ'খানেক ট্রেন দেরিতে চলছে। দিল্লি ছাড়া, উত্তর ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যেও ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত। 

আরও পড়ুন, সেনাবাহিনীর মদতে উদ্ধার আন্দামানে আটকে পড়া সব পর্যটক

English Title: 
Life disrupted in national capital as dense fog remains critical
News Source: 
Home Title: 

কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লির জনজীবন

কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লির জনজীবন
Yes
Is Blog?: 
No
Section: