মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয় বিজেপির

১২টা ৪৩: আস্থাভোটে জয় ভারতীয় জনতা পার্টির। মহারাষ্ট্র বিধানসভায় ধ্বনি ভোটে জয় পেল বিজেপি। শোনা যাচ্ছে, নব নির্বাচিত স্পিকার হারিভাউ বেজ ভোট ভাগাভাগি করবেন না।

Updated By: Nov 12, 2014, 01:27 PM IST
 মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয় বিজেপির

মুম্বই: ১২টা ৪৩: আস্থাভোটে জয় ভারতীয় জনতা পার্টির। মহারাষ্ট্র বিধানসভায় ধ্বনি ভোটে জয় পেল বিজেপি। শোনা যাচ্ছে, নব নির্বাচিত স্পিকার হারিভাউ বেজ ভোট ভাগাভাগি করবেন না।

১১টা ১৪: পুণের একমাত্র এম এন এস প্রার্থী সমর্থন করছে বিজেপিকে।

১১টা ১২: মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসাবে মনোনিত হলেন হরিভাউ বেজ। তাঁকে স্পিকার হিসাবে মেনে নিয়েছেন সকলেই।

১১টা ১০: শিবসেনা নেতা রামদাস কদম এবং দিবাকর রাওত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন। কিছুক্ষণের মধ্যে ফ্লোরে শক্তি পরীক্ষায় নামবে বিজেপি।

১০টা ৪১:   কংগ্রেসের মতে, শিব সেনা যদি NDA-র বিরুদ্ধে ভোট করে, তাহলে মহারাষ্ট্রের রাজনীতির অনেক ক্ষতি হবে।

 

.