নিজস্ব প্রতিবেদন: এলাকায় মানুষ তাঁকে চিনতেন ‘অটল’ হিসেবে। সেই অটলবিহারী বাজপেয়ীর আমল থেকেই তিনি বিজেপি নেতা। কাশ্মীরের অনন্তনাগে এহেন এক বিজেপি নেতাকে গুলি করে খুন করল জঙ্গিরা। এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ হিসেবেই তোমার বাবার জীবন শেষ হয়েছে, রাহুলকে নজিরবিহীন আক্রমণ নমোর


শনিবার অনন্তনাগের নওগাঁওয়ে এলাকার ডাকাবুকো বিজেপি নেতা গুল মহম্মদ মীরের বাড়িতে আসে ৩ জঙ্গি। তার গাড়ির চাবি চেয়ে নেয়। এরপর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়ে খুব কাছ থেকে গুল মহম্মদকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ্য প্রশাসন নেতাদের নিরাপত্তা তুলে নেওয়ার ফলেই খুন হতে হল গুল মহম্মদকে। এই ঘটনার তদন্তের দাবি করেছেন তাঁরা। জেলা বিজেপির সহ সভাপতি ছিলেন গুল।



আরও পড়ুন-নির্বাচনী প্রচারে চমক, অখিলেশের ছায়াসঙ্গী কে এই ‘বাবা’


পুলিস জানিয়েছে, জেলা হাসপাতালে গুল মহম্মদের বুক থেকে তিনটি ও পা থেকে ২টি গুলি বের করা হয়েছে।


এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। টুইটে তিনি লেখেন, ‘দক্ষিণ কাশ্মীরে বিজেপি প্রধান খুন হয়েছে। এই ঘচনার তীব্র নিন্দা করছি।’ ঘটনার নিন্দা করেছেন মেহবুবা মুফতিও।