সানির প্রতিদ্বন্দ্বী সুনীল, আগে জানতে পারলে ওকে ভোটে লড়তে দিতাম না: ধর্মেন্দ্র

গুরদাসপুরে ছেলের হয়ে প্রচারে এসেছিলেন ধর্মেন্দ্র। বলেন, সানি রাজনীতিতে নতুন। সুনীলের মতো অভিজ্ঞ নেতার সঙ্গে বিতর্কে পারবে না

Updated By: May 13, 2019, 01:14 PM IST
সানির প্রতিদ্বন্দ্বী সুনীল, আগে জানতে পারলে ওকে ভোটে লড়তে দিতাম না: ধর্মেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: ছেলে সানিকে গুরুদাসপুরে নির্বাচনে লড়তে দিতেন না যদি জানতেন তার প্রতিদ্বন্দ্বী কে। সংবাদসংস্থা এনএনআইকে এমনটাই জানালেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।

আরও পড়ুন-বস্তার-দান্তেওয়াড়ায় এই প্রথম, মাওবাদীদের দমনে মোতায়েন মহিলা কমান্ডো টিম

কে লড়াই করছেন সানির বিপক্ষে? পঞ্জাবের গুরদাসপুরে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন সানি দেওল। তাঁর বিরুদ্ধে প্রার্থী কংগ্রেসের সুনীল জাকর। বর্তমানে তিনি এই কেন্দ্রের সাংসদ। সুনীলের বাবা বলরাম জাকর দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন। জাকর পরিবারের সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক খুবই ভালো এবং তা বহু দিনের।

ধর্মেন্দ্র বলেন, বলরাম জাকর আমার ভাইয়ের মতো। যদি জানতাম ওর ছেলে সুনীল গুরদাসপুর থেকে লড়াই করছে তাহলে সানিকে ওই কেন্দ্রে দাঁড়াতে দিতাম না।

আরও পড়ুন-নজরে সপ্তম দফা, পুলিস কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন

গুরদাসপুরে ছেলের হয়ে প্রচারে এসেছিলেন ধর্মেন্দ্র। বলেন, সানি রাজনীতিতে নতুন। সুনীলের মতো অভিজ্ঞ নেতার সঙ্গে বিতর্কে পারবে না। কারণ আমরা অভিনয় জগতের লোক। এখানে কারও সঙ্গে লড়াই করতে আসিনি বরং মানুষের যন্ত্রণার কথা শুনতে এসেছি। মুম্বইয়ে বসে সানির রোড শো দেখছিলাম। বিশাল রোড শো। মানুষ এত ভালোবাসে তা আগে বুঝিনি।

.