Looteri Dulhans: রাতে বিয়ে, ভোরে টাকাকড়ি-গয়না ডাকাতি! 'লুটেরি দুলহান' চক্রের আসল কালপ্রিট 'ম্যাচ মেকার' গুপ্তা?

Married at night, robbed by dawn, Looteri Dulhans in UP Aligarh: করওয়া চৌথের আশপাশে হচ্ছে বিয়ে। বিয়ের পর বরের সঙ্গে এক রাত কাটাচ্ছে, পরদিন সকালেই টাকাকড়ি ও গয়নাগাঁটি নিয়ে ধাঁ 'লুটেরি দুলহানে'র দল...

সুদেষ্ণা পাল | Updated By: Oct 15, 2025, 07:06 PM IST
Looteri Dulhans: রাতে বিয়ে, ভোরে টাকাকড়ি-গয়না ডাকাতি! 'লুটেরি দুলহান' চক্রের আসল কালপ্রিট 'ম্যাচ মেকার' গুপ্তা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতে বিয়ে, ভোরে ডাকাতি! 'লুটেরি দুলহানে'র তাণ্ডব উত্তরপ্রদেশের আলিগড়ে। বিয়ের পরদিন ভোরেই টাকাকড়ি, গয়নাগাঁটি সব নিয়ে ধাঁ নতুন বউ। তাজ্জব পরিবারের লোকেরা ছুটলেন থানায়। উত্তর প্রদেশের আলিগড়ে এক ডজনেরও বেশি পুরুষ অভিযোগ করেছেন, তাঁরা তাদের বিয়ের পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারেন যে বাড়ির গয়না ও নগদ লুট হয়ে গিয়েছে। ওদিকে তাদের স্ত্রীরাও নিখোঁজ।

Add Zee News as a Preferred Source

অভিযোগ, এর পিছনে কাজ করছে একটি চক্র। যারা 'লুটেরি দুলহান'দের সঙ্গে বিয়ের আয়োজন করছে। তারপর সেই স্ত্রীরা তাঁদের বরের সঙ্গে এক রাত কাটাচ্ছে। পরের দিন সকালেই নগদ টাকাকড়ি ও গয়নাগাঁটি নিয়ে ধাঁ হয়ে যাচ্ছে। এই চক্রের পিছনে নাম উঠে এসেছে মুকেশ গুপ্তা নামে স্থানীয় এক 'ম্যাচ মেকারের'ও।

প্রতারিত বরদের অভিযোগ অনুসারে, মুকেশ গুপ্তা প্রতিটি ম্যাচের জন্য তাদের কাছ থেকে ১.২৫ লক্ষ টাকা নেন। তারপর সোশ্যাল মিডিয়া ও ফোনে মাধ্যমে বর-কনের মধ্যে যোগাযোগ করান। শেষে একরকম তাড়াহুড়ো করেই বিয়েগুলো অনুষ্ঠিত হয়। কখনও মন্দিরে, কখনও বাড়িতে। আবার কখনও ছোট হলগুলিতে। বেশিরভাগ বিয়েই হয় করওয়া চৌথের আশপাশে। তারপর কাজ হাসিল হতেই ধাঁ হয়ে যান 'লুটেরি দুলহানে'রা।

প্রসঙ্গত, আলিগড়েরই বাসিন্দা প্রতীক শর্মা তাঁর নববিবাহিতা স্ত্রী শোভার বিরুদ্ধে করওয়া চৌথের রাতে তাঁর পরিবারকে মাদক খাইয়ে বেহুঁশ করে প্রায় ৪ লাখ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। এক্ষেত্রেও 'জোড়ি মেকার' ছিলেন মুকেশ গুপ্তা। প্রতীক শর্মার স্ত্রী শোভাও 'লুটেরি দুলহান' গ্যাংয়ের অন্যান্য সদস্যদের মতো বিহারেরই বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে অবশেষে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Airbag kills boy in accident: বাঁচাল না, বরং এয়ারব্যাগ-ই মারল বাবার কোলে বসা ৭-র ছেলেকে... মর্মান্তিক...

আরও পড়ুন, Cough Syrup Death: প্রতি শিশুর জীবন পিছু ২.৫৪ টাকা! কমিশনের বিনিময়ে বিষাক্ত কাশির সিরাপ লিখতেন 'খুনি' ডাক্তার...

আরও পড়ুন, Jharkhand Student Death: চটি পরে স্কুলে আসায় মার অধ্যক্ষের, ১ মাস কোমায়! মর্মান্তিক মৃত্যু দ্বাদশের ছাত্রীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.