MahaKumbh: মহাকুম্ভে অবশেষে হল পুনর্মিলন! দীর্ঘ ২৭ বছর পার স্ত্রী খুঁজে পেলেন স্বামীকে...

MahaKumbh: এক নিকট আত্মীয়ের সাহায্যে মহাকুম্ভের মেলায় লক্ষ কোটি মানুষের ভিড়ে সন্ধান মেলে হারিয়ে যাওয়া স্বামীর সঙ্গে...

Updated By: Jan 31, 2025, 06:05 PM IST
MahaKumbh: মহাকুম্ভে অবশেষে হল পুনর্মিলন! দীর্ঘ ২৭ বছর পার স্ত্রী খুঁজে পেলেন স্বামীকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  'মিলন হবে কত দিনে? আমার মনের মানুষেরও সনে...' ব্যাকুলতায় দিন কাটলেও ২৭ বছর পর অবশেষে দেখা মিলল স্বামীর সঙ্গে স্ত্রীর। এমন পুনর্মিলনের ঘটনা যদিও নতুন নয়, তবে কিছুদিন আগেই খবর মিলেছিল মহাকুম্ভে ঘটে যাওয়া বিপর্যয়ে প্রাণ হারিয়েছে অনেকেই; এবার এই মহাকুম্ভই ফিরিয়ে দিল মনের মানুষকে। দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর মহাকুম্ভে (MahaKumbh) স্বামী-স্ত্রী এই পুনর্মিলনের গল্প যেন একটু আলাদাই। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Bageshwar Baba | Maha Kumbh: সেলেব বাবার বাণী, 'কুম্ভে যারা মরেছে, ভালোই হয়েছে! তারা তো মোক্ষ পেয়েছে...'

ঝাড়খণ্ডের বাসিন্দা ধানওয়া দেবীর জীবনে হঠাৎই নেমে এসেছিল চরম এক বিপর্যয় তখন সালটা ছিল ১৯৯৮। কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান তাঁর স্বামী। এরপর হন্যে হয়ে তন্য তন্য করে খোঁজাখুঁজি করেও মেলেনা তাঁর কোনও খোঁজ। এমনভাবেই কেটে যায় দীর্ঘ ২৭ বছর। এমন ঘটনার পর ধানওয়া দেবী দোষ দিয়েছিলেন নিজের ভাগ্যকেই এবং তিনি একাই তাঁর ২ ছেলেকে বড় করে তুলেছিলেন। 

আরও পড়ুন- Varanasi Boat Accident: কুম্ভের পরে এবার কাশী! যোগী রাজ্যে একের পর এক ভয়ংকর দুর্ঘটনা...

এক নিকট আত্মীয়ের সাহায্যে মহাকুম্ভের মেলায় লক্ষ কোটি মানুষের ভিড়ে সন্ধান মেলে হারিয়ে যাওয়া স্বামীর সঙ্গে। চেহারার সঙ্গে মিল পাওয়ায় ধানওয়া দেবীকে খোঁজ দিয়েছিলেন তিনি। অঘোরির বেশে থাকা এই ব্যক্তিই যে তাঁর স্বামী সে নিয়ে যদিও তাঁদের মধ্যে জমা হয়েছিল চরম টানাপোড়েন। অবশেষে ধাওয়ান দেবী নিজে মহাকুম্ভে পৌঁছে ভালো করে দেখেন অঘোরির বেশ ধারী গঙ্গাসাগর যাদবকে। কাছের থেকে ভালো করে দেখার পরে তিনি নিশ্চিত হন এই ব্যাক্তিই তাঁর হারিয়ে যাওয়া স্বামী। যদিও তিনি কাউকে চিনতে পারছেন না বলে জানিয়েছেন। বর্তমানে তিনি সকলের কাছে 'রাজকুমার বাবা' নামে পরিচিত। তবে এসবের মাঝেও জ্বলছে একটু আশার আলো, ডিএনএ পরীক্ষার দাবি করেছেন ধানওয়া দেবীর পরিবারের আত্মীয় পরিজন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.