Maharashtra Political Crisis: জনাদেশের অপমান করা হয়েছিল, জানিয়ে দিলেন দেবেন্দ্র ফড়ণবীশ

বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে, এমনই খবর। 

Updated By: Jun 30, 2022, 04:41 PM IST
Maharashtra Political Crisis: জনাদেশের অপমান করা হয়েছিল, জানিয়ে দিলেন দেবেন্দ্র ফড়ণবীশ

নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়ে দিলেন, জনাদেশের অপমান করা হয়েছিল। সংশ্লিষ্ট মহলের মত, এই মন্তব্যে তিনি উদ্ধব ঠাকরকেই নিশানা করলেন। 

একনাথ শিন্ডে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশের বাড়িতে পৌঁছেছেন। তিনি গোয়া থেকে মুম্বইয়ে পৌঁছেছেন। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন তিনি। উদ্ধব ঠাকরের পদত্যাগের পর রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। 

আগামি কাল ১ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন দেবেন্দ্র ফড়ণবীশ। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে দেবেন্দ্র ফড়ণবীশ মুখ্যমন্ত্রী হলে তৃতীয়বার তিনি এই পদে বসবেন।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Maharashtra Political Crisis: 'আস্থাভোটে যোগ দেব না', ফেসবুক লাইভে নাটকীয় ইস্তফা উদ্ধবের

.