Wife Torture: "আমি বাঁচতে চাই না..." ১২ লাখ টাকা চাইছে স্ত্রী! ভিডিয়োয় কাঁদতে কাঁদতেই যুবক....

Main Nahi Jeena Chahta: আমার স্ত্রী জ্যোতি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ১২ লক্ষ টাকা দাবি করছে। বিস্ফোরক অভিযোগ ভিডিয়োয়....

সুদেষ্ণা পাল | Updated By: Mar 18, 2025, 04:54 PM IST
Wife Torture: "আমি বাঁচতে চাই না..." ১২ লাখ টাকা চাইছে স্ত্রী! ভিডিয়োয় কাঁদতে কাঁদতেই যুবক....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: "আমি বাঁচতে চাই না..." কান্নাভেজা চোখে একথা বলতে বলতেই বিষপান করছেন এক যুবক! অতুল, মানব, নিশান্ত, রাজকুমারের পর ফের স্ত্রী ও শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে সরব আরও এক যুবক। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা রাহুল নামে ওই যুবককে কাঁদতে কাঁদতে ভিডিয়ো করতে দেখা যায়। ভিডিয়োয় তিনি তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক নির্যাতনের অভিযোগ করেন। তারপর ভিডিয়োর শেষে তাঁকে বিষপান করতেও দেখা যায়। যদিও শেষপর্যন্ত ওই যুবকের কী পরিণতি হয়েছে, তা অজানা। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিসে কোনও অভিযোগও দায়ের হয়নি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ভিডিয়োতে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, "আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে নানাভাবে হয়রান করছে। আমার বাবার বয়স ৮০-৮৫ বছর এবং মা ৬০-৬৫ বছর বয়সী। আজ মেরা আখরি টাইম হ্যায়, ম্যায় জিনা নেহি চাহতা। এটা আমার শেষ টাইম এবং আমি বাঁচতে চাই না। আমার স্ত্রী জ্যোতি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ১২ লক্ষ টাকা দাবি করছে। মামলা লড়ার জন্য আমার কাছে টাকা নেই। আমি জানি না কোথায় যাব এবং কোন উপায়ও দেখতে পাচ্ছি না। আমার ভাইয়ের সাথে আমার কোনও সম্পর্ক নেই, তবুও আমার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বিরক্ত করছে। এখন আমি-ই যদি বেঁচে না থাকি তাহলে মামলার অর্থ কী?"

এরপরই রাহুল বিষের প্যাকেট নিয়ে এসে এক গ্লাস জলে মিশিয়ে ক্যামেরা চলা অবস্থাতেই তা পান করেন। ভিডিয়োতে রাহুল আরও দাবি করেছেন যে তাঁর উপর শারীরিক নির্যাতনও করা হয়েছে। উল্লেখ্য়, এর আগে ফাইভ স্টার হোটেলের বাথরুম থেকে উদ্ধার হয় নিশান্তের ঝুলন্ত দেহ। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে নিশান্ত তাঁর স্ত্রী এবং মাসি-শাশুড়িকে ঘটনার জন্য দায়ী করে যান। সুইসাইড নোটটি তিনি তাঁর কোম্পানির ওয়েবসাইটে আপলোড করে রেখে যান।

আরও পড়ুন, Food poisoning probe reveals raped and killed by Dad: 'খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু'র ময়নাতদন্ত ধরিয়ে দিল ৭ বছরের মেয়ের 'ধর্ষক ও খুনি' বাবাকে! ভয়ংকর হাড়হিম সত্যি ফাঁস...

আরও পড়ুন, Ranya Rao | BJP MLA vulgar remark: 'শরীরের যেখানে যত ফুটো, সবেতে সোনা গুঁজে...' অভিনেত্রীকে নোংরা আক্রমণ বিজেপি বিধায়কের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.