Man ends life over harassment by wife: রোজ স্ত্রীর সঙ্গে ঝগড়া! লাগাতার 'হেনস্থা'য় চরম সিদ্ধান্ত যুবকের, শ্বশুরবাড়িতে...

Man ends life over harassment by wife: পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ শাদাব। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তিনি। দুই সন্তানও রয়েছে। গত কয়েক বছর ধরে ফলকনুমায় শ্বশুরবাড়িতে থাকছিলেন শাদাব

তনুময় ঘোষাল | Updated By: Oct 13, 2025, 08:23 PM IST
Man ends life over harassment by wife: রোজ স্ত্রীর সঙ্গে ঝগড়া! লাগাতার 'হেনস্থা'য়  চরম সিদ্ধান্ত যুবকের, শ্বশুরবাড়িতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাম্পত্য জীবনে সুখ নেই, রোজ স্ত্রীর সঙ্গে ঝগড়া! লাগাতার 'হেনস্থা'য় শেষে মানসিক অবসাদ? আত্মঘাতী স্বামী। শ্বশুরবাড়িতে পাওয়া গেল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে হায়দরবাদে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  TCS Big Update: ট্রাম্পের H1B ভিসা গুঁতোয় বড় পদক্ষেপের পথে TCS! আর কোনও ভারতীয়কে চাকরি নয়? বড় কথা বললেন CEO...

পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ শাদাব। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তিনি। দুই সন্তানও রয়েছে। গত কয়েক বছর ধরে ফলকনুমায় শ্বশুরবাড়িতে থাকছিলেন শাদাব। শনিবার শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। 

মৃতের পরিবারের অভিযোগ, বিবাহিত জীবনে সুখী ছিলেন না শাদাব। স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত তাঁর। এমনকী, জামাইকে নাকি নানাভাবে হেনস্থা করতেন শ্বশুরবাড়ি লোকেরাও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, মানসিক অবসাদ ভুগতেন ওই যুবক। তারজেরেই আত্মহত্য়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

এর আগে, হরিয়ানার রোহতকে স্ত্রীর অত্যাচারে আত্মহত্যা করেছিলেন স্বামী। স্রেফ উত্যক্ত করার জন্য়ই  তাঁর সামনেই নাকি প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হতেন স্ত্রী! এমনকী, পুলিস প্রেমিকের প্রোমোশনের বাবাকে খুন করে জমি বিক্রির জন্য স্বামীকে চাপ দিতেন বলে অভিযোগ।  পুলিস সূত্রে খবর, মৃতের নাম মগন। মগনের কাছে একটি ভিডিয়ো এসেছিল। যে ভিডিয়োতে স্ত্রী দিব্যাকে অশ্লীলভাবে নাচতে দেখা যাচ্ছে। আর সেই নাচ রেকর্ড করছেন তাঁর প্রেমিক! ওই ভিডিয়োটি দেখার পরই মগন আত্মহত্যা করেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  How Much Is Lalu Yadav’s Net Worth: ১০০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক লালু প্রসাদ যাদব? রইল জমি-বাড়ি-গাড়ি ও ব্যাংক আমানতের হিসেব...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.