Andhra Pradesh: বছর বারোর আদুরে মেয়ে বর্বরের লালসার শিকার! বিদেশ থেকে ছুটে এসে বাবা দিলেন `ন্যায়`...
Man kills relative: মেয়ের অভিযোগে ভিত্তিতে বাবা অঞ্জনেয়া স্থানীয় পুলিসের কাছে অভিযোগ দায়ের করে। কিন্তু, অঞ্জনেয়া দাবি করেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, পুলিস বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। অভিযুক্তকে কেবল সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই অসহায় বাবা পুলিসের উপর থেকে আস্থা হারিয়ে নিজের হাতে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের গায়ে নোংরা স্পর্শ! কুয়েত থেকে ছুটে বাবা ঘটালেন ভয়ংকর কাণ্ড। পুলিস সূত্রে জানা গিয়েছে, নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এক আত্মীয়ের বিরুদ্ধে। কুয়েত থেকে এসে তিনি অভিযুক্তকে খুন করেছেন বলে জানা গিয়েছে।
রাজামপেটের মহকুমা পুলিস অফিসার এন সুধাকর বলেছেন, অঞ্জনেয়া প্রসাদ সম্প্রতি কুয়েত থেকে এসেছেন। ৫৯ বছর বয়সী বিশেষভাবে সক্ষম আত্মীয় পি অঞ্জনেয়ুলুকে তাঁর মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে লোহার রোড দিয়ে পিটিয়ে খুন করে। ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলার ওবুলারিপল্লিতে। পুলিস জানিয়েছে, অঞ্জনেয়া প্রসাদ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসেন। ৬ ডিসেম্বরের মধ্যরাতে অঞ্জনেয়ুলুকে খুন রেন।
আরও জানা যায়, খুন করে তিনি কুয়েতে ফিরে যায়। সেখানে গিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োতে তিনি তাঁর অপরাধের কথা স্বীকার করেন। তিনি এ-ও জানান যে, পুলিস তাঁর মেয়ের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। এদিকে, পুলিস ইতোমধ্যেই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। এবং তাঁকে গ্রেফতারের জন্য তত্পর রয়েছে।
আরও পড়ুন:Private Hospital Fire: বেসরকারি হাসপাতালে ভয়ংকর আগুন! ঝলসে মৃত ৬, গুরুতর আহত...
উল্লেখ্য, অঞ্জনেয়া প্রসাদ এবং তাঁর স্ত্রী চন্দ্রকলা, কুয়েতে চাকরি করেন। তাই তাদের ১২ বছর বয়সী মেয়ে দাদু-ঠাকুমার কাছে থাকত। পরে মেয়েকে তাঁর মাসি লক্ষ্মীর কাছে রেখেছিল। সেখানে থাকাকালীন লক্ষ্মীর শ্বশুর তাঁকে ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতন করে। এই কথা মাসির কাছে জানালে, সে তাঁকে চুপ থাকতে বলে। হঠাত্ একদিন লক্ষ্মী অঞ্জনেয়াকে ফোন করে তাঁদের মেয়েকে নিয়ে যেতে বলে। মেয়েকে কুয়েতে নিয়ে এলে সে তাঁদের ঘটনার কথা বলে।
মেয়ের অভিযোগে ভিত্তিতে বাবা অঞ্জনেয়া স্থানীয় পুলিসের কাছে অভিযোগ দায়ের করে। কিন্তু, অঞ্জনেয়া দাবি করেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, পুলিস বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। অভিযুক্তকে কেবল সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই অসহায় বাবা পুলিসের উপর থেকে আস্থা হারিয়ে নিজের হাতে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)