Madhya Pradesh Fake Doctor: বিদেশি নামের উচ্চমানের হার্টের ডাক্তার! কিন্তু ৭ রোগীর মৃত্যর পর জানা গেল...

Madhya Pradesh Fake Doctor: আমরা খবর পাই যে মিশনারি হাসপাতালে এক ভুয়ো ডাক্তার অস্ত্রোপচার করেছেন রোগীদের। মৃতের সংখ্যাটা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এমনকি যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত মানুষের বডি পোস্টমর্টাম না করেই দেওয়া হয়।

Updated By: Apr 6, 2025, 06:42 PM IST
Madhya Pradesh Fake Doctor: বিদেশি নামের উচ্চমানের হার্টের ডাক্তার! কিন্তু ৭ রোগীর মৃত্যর পর জানা গেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেকে পরিচয় দিতেন ডাঃ এন জন কেম বলে। তিনি নাকি টপক্লাস কার্ডিয়লজিস্ট (Cardiologist) মধ্যপ্রদেশের দামো শহরের একটি বেসরকারি মিশনারি হাসপাতালে এই ভুয়ো ডাক্তারের হাতেই প্রাণ গেল ৭ রোগীর। আরও ভয়ানক ৭ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে এক মাসের মধ্যেই। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনি নিজেকে একজন বিখ্যাত বিদেশি ডাক্তার হিসেবে পরিচয় দিতেন। যিনি লন্ডন থেকে পাশ করেছিলেন। তাছাড়াও তিনি ১৫ জনের হার্টের সার্জারি করেছিলেন। তার মধ্যে ৭ জনেরই মৃত্যু হয়েছে। 

তদন্তে জানা যায়, ওই ভুয়ো চিকিৎসকের নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। কিন্তু ৭ জনের মৃত্যুর খবর সামনে আসলেও। ওই ভুয়ো ডাক্তার কারণে বাস্তব মৃতের সংখ্যাটা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এমনকি যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত মানুষের বডি পোস্টমর্টাম না করেই দেওয়া হয় এবং একটি বিশাল টাকার পরিমাণও নেওয়া হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের একজন সদস্য প্রিয়ক কানুনগো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা খবর পাই যে মিশনারি হাসপাতালে এক ভুয়ো ডাক্তার অস্ত্রোপচার করেছেন রোগীদের। এই মিশনারি হাসপাতালটি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রয়েছে।' ইতিমধ্যেই তদন্ত চলছে, ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।    

আরও পড়ুন: স্ত্রী পরকীয়ায় লিপ্ত! সন্দেহের বশে ভরা রাস্তায় ভয়ংকর কাণ্ড করে বসল তরুণ

আরও পড়ুন: বিয়ের কয়েক মাস আগেই ঘটে গেল মহাবিপদ! রোলার কোস্টার থেকে ছিটকে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.