ওয়েব ডেস্ক : লাফিয়ে লাফিয়ে তাপমাত্রার পারদ বাড়ছে। গরমের দাপটে কার্যত প্রাণ ওষ্ঠাগত। এখন এটাই পরিস্থিতি ওড়িশার প্রতিটি জেলার। গরমের দাপটে মৃত্যুও হয়েছে কয়েকজনের। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সান্তনা দেওয়া হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভুবনেশ্বর, বালাসোর, গঞ্জাম, খুরদা, কালাহান্দি সহ প্রায় প্রতিটি জেলাতেই তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৫ ডিগ্রিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে খোলা আকাশের নিচে আগুনের উত্স ছাড়া রান্না বসানো হলে তাও যেন হয়ে যাবে।


আরও পড়ুন- ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত


ভাবছেন হয়তো কী যা তা কথা বলছি?


একদমই না। এমটাই হয়েছে তিতালগড় এলাকায়। সেখানে এক ব্যক্তি রাস্তার ধারে বসে গরমের দাপট দেখালেন। সূর্যের তাপের নিচে একটি ফ্রাইং প্যানে ডিম ফাটিয়ে দেন তিনি। দেওয়া মাত্রই তা ওমলেটে পরিণত হয়। গোটা ঘটনার ভিডিওটি তুলেছে এক সংবাদ সংস্থা।