Earthquake: রিখটারে মাত্রা ৭.৭২! তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, ব্যাপক ক্ষয়ক্ষতি-প্রানহানির আশঙ্কা...
Mayanmar Earthquake: গোটা এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা-সহ পশ্চিমবঙ্গের কিছু এলাকা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার (Mayanmar Earthquake)। রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ৭.৭২। শুক্রবার ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে মধ্য মায়ানমারে কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের মতে, এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। গোটা এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
High-rise building collapses due to strong #earthquake in Chatuchak, Bangkok. #แผ่นดินไหว #กรุงเทพมหานคร pic.twitter.com/fiRV6ZIZq2
— Weather Monitor (@WeatherMonitors) March 28, 2025
মায়ানমারে তীব্র ভূমিকম্পের জেরে ভারত ছাড়াও বাংলাদেশ, চিন, লাওস, থাইল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। কলকাতার বিভিন্ন স্থানে অনুভূত হয় কম্পন। অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালো বোঝা গিয়েছে কম্পন। পৃথিবীর ক্রমাগত প্লেট টেকটোনিক মুভমেন্টেের ফলে একের পর এক ঝটকা অনুভব হচ্ছে৷
জানা যাচ্ছে, এর আগে গত ফেব্রুয়ারিতেও মায়ানমারে ভুমিকম্প অনুভূত হয়েছিল। তখন অবশ্য কম্পনের মাত্রা ছিল ৫.২। বিশেষজ্ঞদের মতে, সিসমিক জোন ৪ এর তালিকায় ঢুকে পড়েছে কলকাতা। তাই এশিয়া মহাদেশের যেখানে যখন বড় মাত্রার কম্পন হচ্ছে, তার প্রভাবে আফটার শকে কেঁপে উঠছে কলকাতা। এটা গত ৫ বছরে আকছার ঘটছে।
আরও পড়ুন, Sahkar Taxi App: মডেল বাংলা? যাত্রীসাথীর অনুপ্রেরণায় এবার কেন্দ্র আনতে চলেছে 'সহকার'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)