UP Horror: হাড়হিম! পরকীয়া ও তীব্র যৌনলালসার বশে প্রেমিককে সঙ্গে নিয়েই প্রাক্তন সেনাকর্মী স্বামীকে নৃশংস খুন! কুয়োর জলে ধড়! কিন্তু মুন্ডু?

Wife And Her Lovers Chop Ex-Army Man into Six Pieces: প্রাক্তন সেনাকর্মী স্বামীর দেহ ছ' টুকরো করে ছ'টি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। দেহাংশগুলি নদীর তীরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবারের অভিযুক্ত মহিলার নাম মায়া দেবী। তাঁর প্রেমিকের নাম অনিল যাদব। প্রাক্তন সেনাকর্মী স্বামীর নাম দেবেন্দ্র কুমার।

সৌমিত্র সেন | Updated By: May 17, 2025, 05:38 PM IST
UP Horror: হাড়হিম! পরকীয়া ও তীব্র যৌনলালসার বশে প্রেমিককে সঙ্গে নিয়েই প্রাক্তন সেনাকর্মী স্বামীকে নৃশংস খুন! কুয়োর জলে ধড়! কিন্তু মুন্ডু?
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়ংকর খুন। এবার কাণ্ড উত্তরপ্রদেশের বালিয়ায় (Ballia)। এবারের কাণ্ড সেই মীরাটের (Meerut Case) মতোই। প্রায় একই কায়দায় ভয়ংকর খুন। হাড়হিম ঘটনাটা ঘটল উত্তরপ্রদেশের বালিয়ায়। ভারতীয় সেনার প্রাক্তন এক কর্মীকে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। একই ভাবে সেই প্রেমিকের সাহায্য় নিয়েই এই খুনটি করা হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন: Baba Vanga on Silent killer: এখনই সতর্ক না হলে সমূহ বিপদ! পরমাণু বোমা নয়, এতেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী-সমাজ-সভ্যতা-মানুষ...

আরও পড়ুন: India Pakistan Tension: অবিশ্বাস্য! এদিকে ভারত তুর্কিয়েকে উচিত শিক্ষা দিচ্ছে, ওদিকে দু'মুখো সাপ ট্রাম্প গোঁয়ার তুর্কিয়েকে তলায়-তলায়...ছিঃ!

কী অভিযোগ?

প্রাক্তন সেনাকর্মী ওই স্বামীর দেহ ছ' টুকরো করে ছ'টি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে বলে দাবি। দেহাংশগুলি নদীর তীরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবারের অভিযুক্ত মহিলার নাম মায়া দেবী। তাঁর প্রেমিকের নাম অনিল যাদব। প্রাক্তন সেনাকর্মী স্বামীর নাম দেবেন্দ্র কুমার। এই দেবেন্দ্র কুমারকে খুনের ষড়যন্ত্রই এই দুই জনে মিলে করেছিল বলে অভিযোগ। বর্ডার রোডস অর্গানাইজেশনে কাজ করতেন দেবেন্দ্র। বাহাদুরপুরের বাসিন্দা। ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। হেফাজতে নেওয়া হয়েছে আরও দুই ব্যক্তিকে-- সতীশ যাদব ও গাড়ির চালক মিথিলেশ। অভিযোগ, এরা দু'জন মূল দুই অভিযুক্তকে খুনে সাহায্য করেছিল।

নদীতে মাথা, কুয়োয় ধড়

খারিদ নামের এক গ্রামে গত ১০ মে খণ্ডিত দেহ পায় পুলিস। পরে কিছু অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার হয়। দিন দু'য়েক পর ঘটনাস্থলের কাছের একটি কুয়ো থেকে দেহও উদ্ধার করতে সক্ষম হয় পুলিস। আর তারপর ঘাঘরা নদী থেকে উদ্ধার হয় মাথা! রিপোর্ট অনুযায়ী, গত ১০ মে থানায় নিখোঁজ ডায়েরি করে মায়াদেবী। অভিযোগে সে বলেছিল, বিহারের বক্সার রেল স্টেশন থেকে তাঁদের মেয়েকে আনতে গিয়ে আর ফেরেননি দেবেন্দ্র। এরপরই শুরু হয় তদন্ত। তদন্তে পুলিস জানতে পারে, কুয়ো থেকে যে ধড় উদ্ধার হয়েছে সেটি দেবেন্দ্রর। এর পরই জিজ্ঞাসাবাদের জন্য মায়াদেবী, যাদব ও আর দুজনকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ পর্বে অভিযুক্তরা স্বীকার করে ফেলে যে, তারা দেবেন্দ্র মাথাটা ফেলেছে ঘাঘরা নদীতে। এর পরই নদীতে তল্লাশি শুরু হয়।

মীরাট-কাণ্ড

মুশকান রাস্তোগি কয়েকদিন আগেই ফের খবরের শিরোনামে আসে। জেলের অন্দরে পরীক্ষা করে দেখা যায়, সে অন্তঃসত্ত্বা। মীরাট-কাণ্ডের অভিযুক্তে মুসকান তার প্রেমিক সাহিল শুক্লর সন্তানের মা হতে চলেছে বলে জানা যায়। মুসকান অন্তঃসত্ত্বা বলে মেনে নিয়েছেন জেল কর্তৃপক্ষও। মার্চেন্ট নেভিতে কর্মরত স্বামী সৌরভ রাজপুতকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে ২৭ বছর বয়সি মুসকান এবং ২৫ বছর বয়সি তার প্রেমিক সাহিলকে। অপরাধ স্বীকার করেছে তারা দু'জনই। এই মুহূর্তে উত্তরপ্রদেশের মেরঠের জেলে বিচার বিভাগের হেফাজতে তারা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.