Meet Indian Air Force Chief: দেশ ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে, ৪০ বছর তেরঙার সেবায়, জানুন বায়ুসেনা প্রধানের ১১ তথ্য

Meet Indian Air Force Chief: অপারেশন সিঁদুরের পর গোটা দেশ তাঁকে 'রিয়াল হিরো' বলছেন। ৪০ বছর তেরঙার সেবায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল  অমর প্রীত সিং। জানুন তাঁর ১০ তথ্য

শুভপম সাহা | Updated By: May 15, 2025, 03:19 PM IST
Meet Indian Air Force Chief: দেশ ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে, ৪০ বছর তেরঙার সেবায়, জানুন বায়ুসেনা প্রধানের ১১ তথ্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সেপ্টেম্বরের শেষের দিকের ঘটনা। কেন্দ্রের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, 'এই মুহূর্তে বিমানবাহিনীর উপ-প্রধান পদে আসীন পিভিএসএম, এভিএসএম অমর প্রীত সিং (Air Chief Marshal AP Singh PVSM AVSM) হবেন পরবর্তী বিমানবাহিনীর প্রধান, এয়ার চিফ মার্শাল পদে উপবিষ্ট হবেন।' পহেলগাঁও সন্ত্রাস হামলার জবাবে (Pahalgam Terror Attack) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সশস্ত্রবাহিনীর অপারেশন সিঁদুর (Operation Sindoor) দেখেছে দেশের বায়ুসেনা কোন ধাতু দিয়ে গড়া। 

আরও পড়ুন: গগনভেদী গর্জন করেছে 'সুদর্শন চক্র', এবার ভয়ংকর ক্ষেপণাস্ত্রের ত্রিফলা! DRDO একাই ১০০

গোটা দেশ এখন ধন্য ধন্য করছে অমর প্রীত সিংকে। কারণ নিজের হাতে অপারেশনের গেমপ্ল্যান বানিয়ে পাকিস্তানের চোখে সর্ষেফুল দেখিয়েছেন তিনিই। আর এই অপারেশন সিঁদুরের যদি কোনও একজন অধিনায়ককে বেছে নেওয়া হয়, তাহলে চোখ বন্ধ করে সেই নাম হবে অমর প্রীত সিং। বায়ুসেনার সেরার-সেরা পাইলটদের তিনিই বেছে নিয়ে টিম করেছিলেন। আর তাঁকে পূর্ণ সমর্থন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কখন কীভাবে কোন পাক বিমানঘাঁটি গুঁড়িয়ে দিতে হবে তার নীলনকশা করেছিলেন এয়ার চিফ মার্শালই। তাঁকেই বলা হচ্ছে 'রিয়াল হিরো'

আরও পড়ুন: তুর্কিয়ে বয়কটেই ভয়ংকর সর্বনাশের ইশারা! রাতারাতি অচল হবে ভারত, সব রেখে এখনই পড়ুন...
 

জানুন বায়ুসেনা প্রধানের ১০ তথ্য
 
১) অমর প্রীত সিংয়ের জন্ম ১৯৬৪ সালের ২৭ অক্টোবর। 

২) ১৯৮৪ সালের ডিসেম্বরে দুন্ডিগালের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট বিভাগে কমিশনড হয়েছিলেন।

৩) পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) সঙ্গেই তামিলনাড়ুর ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

৪) একজন যোগ্যতাসম্পন্ন টেস্ট পাইলট, যাঁর বিভিন্ন ধরণের স্থির এবং ঘূর্ণমান-উইং বিমানে ৫০০০ ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে।

৫) বেঙ্গালুরুর ন্যাশনাল ফ্লাইট টেস্ট সেন্টারে প্রজেক্ট ডিরেক্ট (ফ্লাইট টেস্ট) ছিলেন। যেখানে তিনি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট এবং তেজস চালিয়েছেন। তিনি এয়ারক্রাফ্ট এবং সিস্টেম টেস্টিং এস্টাবলিশমেন্টে প্রধান পরীক্ষামূলক পাইলট হিসেবেও দায়িত্ব সামলেছেন।

৬) প্রায় ৪০ বছর দেশের সেবায় অমর প্রীত সিং, অপারেশনাল ফাইটার স্কোয়াড্রন এবং এক ফ্রন্টলাইন বিমান ঘাঁটির নেতৃত্বও দিয়েছেন।
 
৭) টেস্ট পাইলট হিসেবে অমর প্রীত সিং, রাশিয়ার মস্কোতে MiG-29 আপগ্রেড প্রকল্প ব্যবস্থাপনা দলের নেতৃত্ব দিয়েছেন।

৮) সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে এয়ার ডিফেন্স কমান্ডার এবং ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণও কর্মী নিয়োগ করেছেন অমর প্রীত সিং। 

৯) দীর্ঘ কর্মজীবন অমর প্রীত সিংয়ের, রয়েছে একাধিক সম্মান। ২০১৯ সালে অতি বিশিষ্ট সেবা পদক (AVSM) এবং ২০২৩ সালে পরম বিশিষ্ট সেবা (PVSM) পদকে ভূষিত হয়েছেন।
 
১০) সরিতা সিংকে বিয়ে করেছেন অমর প্রীত সিং। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

১১) অমর প্রীত সিং দুরন্ত স্কোয়াশও খেলেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.