মিজোরামে বড় ধাক্কার মুখে কংগ্রেস, এগিয়ে মিজো ন্যাশনাল ফ্রন্ট
গত ১০ বছর ধরে ক্ষমতায় থাকা কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট।
নিজস্ব প্রতিবেদন : মিজোরামে কি কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে? ৪০ আসনের মিজোরাম বিধানসভা নির্বাচনে ভোটগণনা শুরু হতেই মিজো ন্যাশনাল ফ্রন্টের দিকে পাল্লা ভারি হতে শুরু করেছে। যা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Live TV-তে দেখুন লেটেস্ট আপডেট
বুথ ফেরত্ সমীক্ষা বলেছিল, এবার কংগ্রেসকে টেক্কা দিতে পারে মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেস ১৫ আসনে জিতলে এমএনএফ ১৯টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। সেই সমীক্ষা মিলিয়ে দেখা যাচ্ছে ভোটগণনার ঘন্টা দুয়েক পরে যে ট্রেন্ড সামনে আসছে তা হল , ২৩ আসনে এগিয়ে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। অন্যদিকে ১২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। যে বিজেপি কখনও মিজোরামে খাতা খুলতে পারেনি সেখানেই এখন পর্যন্ত ২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
গত ১০ বছর ধরে ক্ষমতায় থাকা কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। বিজেপির সামনেও উত্তর-পূর্বে তাদের শেষ ঠিকানা ধরে রাখার জন্য সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে কংগ্রেসও। কিন্তু শেষ পর্যন্ত মিজোরামে ক্ষমতায় কে আসবে জানা যাবে আজই।