দিল্লি থেকে রিমোটে তেলেঙ্গানার সরকার চালাচ্ছেন মোদী, অভিযোগ রাহুলের

কংগ্রেস সভাপতির দাবি, "দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্যই মোদীর বিরুদ্ধে কোনও প্রতিবাদ করতে পারেন না কেসিআর। সেই সুযোগ নিয়ে মোদী দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে তেলেঙ্গানার সরকার চালাচ্ছে।"

Updated By: Dec 4, 2018, 10:57 AM IST
দিল্লি থেকে রিমোটে তেলেঙ্গানার সরকার চালাচ্ছেন মোদী, অভিযোগ রাহুলের

নিজস্ব প্রতিবেদন: ইউপিএ আমলে দিল্লির কংগ্রেস সরকার রিমোট কন্ট্রোলে চলত বলে বারবার অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর সেই অভিযোগের পালটা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বললেন, "নরেন্দ্র মোদী দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে তেলেঙ্গানার সরকার চালাচ্ছেন।"

আগামী শুক্রবার তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তারই প্রচারে সোমবার কংগ্রেস সভাপতি হাজির হয়েছিলেন তেলেঙ্গানায়। সেখানে একটি সভায় তিনি মোদীর বিরুদ্ধে এই অভিযোগ করেন।

আরও পড়ুন: ইংরেজি বুঝতে না পেরে ব্যবসায়ীকে জেলে পুরল বিহার পুলিস

একই সঙ্গে রাহুল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নতুন নামও দিয়ে দেন। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর নামেই পরিচিত। তাঁর পুরো নাম কলভাকুন্তলা চন্দ্রশেখর রাও। কিন্তু রাহুলের মতে, কেসিআর আসলে খাও কমিশন রাও। কেসিআর দুর্নীতিগ্রস্ত এই যুক্তিতেই সোমবার তাঁকে এই নাম দেওয়া হল বলে জানিয়েছেন রাহুল।

কংগ্রেস সভাপতির দাবি, "দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্যই মোদীর বিরুদ্ধে কোনও প্রতিবাদ করতে পারেন না কেসিআর। সেই সুযোগ নিয়ে মোদী দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে তেলেঙ্গানার সরকার চালাচ্ছে।" 

আরও পড়ুন: ‘রিমোট কন্ট্রোলে’ চলতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি! বিস্ফোরক বিচারপতি ক্যুরিয়েন

এদিন মোদী-কেসিআরের আঁতাতের অভিযোগও তুলেছেন রাহুল গান্ধী। কেন্দ্র ও তেলেঙ্গানায় বিজেপি ও টিআরএসের সরকার টিকিয়ে রাখতেই এই আঁতাত হয়েছে বলে অভিযোগ করেন।

রাহুলের দাবি, "সেই কারণেই এনডিএ রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করতে বাধ্য হয়েছেন কেসিআর। সেই বাধ্যবাধকতা থেকেই নোটবাতিল ও জিএসটি-র সমর্থন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।"

আরও পড়ুন: কংগ্রেস এখন 'গান্ধী-নেহরু প্রাইভেট ফার্ম' হয়ে গিয়েছে, অভিযোগ অমিত শাহের

এমনকী, কেসিআরের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগও করেছেন তিনি। রাহুলের দাবি, "তেলেঙ্গানা তৈরি হয়েছিল সোনার তেলেঙ্গানা তৈরির লক্ষ্যে। কিন্তু পাঁচ বছর পর সেই লক্ষ্যপূরণ হয়নি। বদলে তেলেঙ্গানায় তৈরি হয়েছে সোনার পরিবার।"

.