Mother kills son: 'খুনে' পরকীয়া! নিজের ১০ বছরের ছেলেকে মেরে পিস পিস করে স্যুটকেসবন্দি করল মা-ই!
Mother cut into pieces son and filled in suitcase: নিজের কুকর্ম ঢাকতে ও তদন্তের মোড় ঘোরাতে থানায় ছেলের নামে নিখোঁজ ডায়েরিও করে মা। পুলিস সূত্রে খবর, অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছক কষেই এই হত্যকাণ্ড ঘটানো হয়।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল ১০ বছরের ছেলে! তাই প্রেমিককে সঙ্গে নিয়ে ১০ বছরের ছেলেকে খুন করল মা! শুধু খুন করা-ই নয়, পিস পিস করে কেটে স্যুটকেসেও ভরল! ভয়ংকর হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে গুয়াহাটিতে। গুয়াহাটির বন বিভাগের অফিসের কাছে একটি নির্জন রাস্তায় একটি স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার হয় ১০ বছরের এক শিশুর টুকরো টুকরো করা দেহ।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খুনের তদন্তে নেমে পুলিস ওই শিশুর মা দীপালি রাজবংশী এবং তার প্রেমিক জিতুমনি হালোইকে গ্রেফতার করে। জানা গিয়েছে, নিহত শিশুর নাম মৃন্ময় বর্মণ। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। রাস্তায় স্যুটকেসটি পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন স্থানীয়রা। তারপর স্যুটকেস খুলতেই চক্ষু থ! দেখা যায় স্যুটকেসে শিশুর দেহ! ক্ষতবিক্ষত, টুকরো টুকরো।
খুনের পিছনে মা-প্রেমিকের ষড়যন্ত্র!
জানা গিয়েছে, নিজের পরকীয়ায় পথের কাঁটা সরাতে প্রেমিক জিতুমনি হালোইয়ের সঙ্গে মিলে মা দীপালি নিজের ১০ বছরের ছেলেকে খুন করে। তারপর দেহ টুকরো টুকরো করে স্যুটকেসে ভরে ফেলে দেয় নির্জন রাস্তার ধারে। এরপর নিজের কুকর্ম ঢাকতে ও তদন্তের মোড় ঘোরাতে থানায় ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে। কিন্তু পুলিসের জেরায় মা দীপালির বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই মা দীপালি ও তার প্রেমিক, দু’জনকে আটক করে পুলিস। আটকের পর জিজ্ঞাসাবাদের সময় চাপের মুখে ভেঙে পড়ে যুগল। খুনের কথা স্বীকার করে।
পরিকল্পনা করে খুন
পুলিস সূত্রে জানা গিয়েছে, দীপালি একটি ক্লিনিকে কর্মরত ছিলেন। স্বামী বিকাশ বর্মণের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের সময় থেকেই জিতুমনি হালোইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তার। জিতুমনি হালোই অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে অস্থায়ী পিয়নের কাজ করে। পুলিস সূত্রে খবর, অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছক কষেই এই হত্যকাণ্ড ঘটানো হয়। তদন্তে নেমে পুলিস দুজনকেই গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে নিহত শিশুর স্কুলব্যাগও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন, Anti-national Social Post: ধর্মীয় উস্কানি কিংবা দেশবিরোধী পোস্টের জের! দুই জেলায় শ্রীঘরে ৪ যুবক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)