Nagpur Curfew: জ্বলছে নাগপুর! জারি কার্ফু, জখম ২৫ পুলিস, আটক প্রায় ৫০, কেন অশান্ত এলাকা?

Nagpur Violence Over Aurangzeb Controversy: দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে রণক্ষেত্র মহারাষ্ট্রের নাগপুর। পরিস্থিতি এমনই তৈরি হয় যে, একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, বাড়ি, দোকানও।

Updated By: Mar 18, 2025, 02:11 PM IST
Nagpur Curfew: জ্বলছে নাগপুর! জারি কার্ফু, জখম ২৫ পুলিস, আটক প্রায় ৫০, কেন অশান্ত এলাকা?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত মহারাষ্ট্রের নাগপুর (Nagpur Violence)। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চলে লুঠপাট, ভাঙচুর৷  একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিস। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় অশান্তি পাকানোর অভিযোগে প্রায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঔরঙ্গজেবের সমাধি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে হিংসা মহারাষ্ট্রের নাগপুরে। পুলিসের ২৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। নাগপুরে সংঘর্ষ ছড়িয়ে পরার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে ১৬৩ ধারা। জারি করা হয়েছে কার্ফু। আপাতত কোনও স্থানে জমায়েত নিষিদ্ধ।

শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুর। বলা হয়, মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে। সূত্রের দাবি, এদিন অশান্তির সূত্রপাত তেমনই এক ডানপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয়।

পুলিসের দাবি, গুজবের জেরেই দু’পক্ষের মধ্যে অশান্তি দানা বাঁধে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিটনিস পার্ক থেকে শুক্রবার তালাও রোড পর্যন্ত এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দাঙ্গাকারীরা কয়েকটি চার চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে জানিয়েছেন আধিকারিকরা। 

দেবেন্দ্র ফড়ণবীস বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একইভাবে নীতিন গড়কড়ি ভিডিও বার্তায় আবেদন জানান, ‘আমি আশ্বস্ত করছি এই অশান্তির ঘটনার পিছনে যারাই দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে পুলিস এবং প্রশাসন৷ মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে৷ তাই কেউ কোনও গুজবে কান দেবেন না৷’

আরও পড়ুন, Ranya Rao | BJP MLA vulgar remark: 'শরীরের যেখানে যত ফুটো, সবেতে সোনা গুঁজে...' অভিনেত্রীকে নোংরা আক্রমণ বিজেপি বিধায়কের!

আরও পড়ুন, Dowry harassments | UP incident : নরক গুলজার! চাই ৫ লাখ টাকা, রাস্তায় ফেলে বউয়ের গয়না ছিনতাই করে তাড়াল শ্বশুর-শাশুড়ি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.