নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের প্রথমদিনটিই সম্ভবত নবজাতকের দিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেননা, ২০২১-এর ১ জানুয়ারি, শুক্রবার, শুধু ভারতেই জন্ম নেবে ৬০ হাজার শিশু! গোটা পৃথিবীতে সংখ্যাটা  ৩ লাখ ৭০ হাজার। অনেকেই তাই মজা করে 'হ্যাপি নিউ ইয়ারে'র পরিবর্তে বলছেন 'ন্যাপি নিউ ইয়ার'।


UNICEF সূত্রে চমকপ্রদ এই তথ্য জানা গিয়েছে। UNICEF বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়েছে। UN-এর World Population Prospects (2019) থেকে তথ্য নিয়ে তারা ২০২১ সালের ১ জানুয়ারিতে শিশু জন্মানোর এই হিসাব কষেছে। মোটামুটি বিশ্বের দশটি  দেশে এই শিশুদের বড় অংশ জন্মাবে। যার মধ্যে ভারতও পড়ে।  


একটি তালিকাও পাওয়া যাচ্ছে। চিনে ৩৫ হাজার, নাইজেরিয়ায় ২১ হাজার, পাকিস্তানে ১৪ হাজার, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় ১২ হাজার, আমেরিকায় ১০ হাজার, বাংলাদেশ ও মিশরে ৯ হাজার ইত্যাদি।


UNICEF জানিয়েছে, বিশ্বে যে সঙ্কটই আসুক তারা যে কোনও পরিস্থিতিতে সর্বদা শিশুদের পাশেই থেকেছে (has been there for the world's children)। 


Also Read: নতুন বছরে উত্তর কোরিয়াবাসী অমলের মতোই পেলেন 'রাজার চিঠি'