ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রে ধাক্কা খেল কংগ্রেস। দল ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে। ১২ বছর আগে কংগ্রেসে ‌যোগ দিয়েছিলেন তিনি। দল ছাড়ার কারণ হিসেবে শীর্ষ নেতৃত্বের আচরণের দিকে আঙুল তুলেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারায়ণ রানের কথায়, ''আমি এখন কংগ্রেস মুক্ত। দলের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। আমাকে মুখ্যমন্ত্রী করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল দল। সেই প্রতিশ্রুতি রাখেনি তারা।'' তিনি কাঠগড়ায় তুলেছেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চহ্বনকে। রানের অভি‌যোগ, তাঁকে বিধানসভার ভোটে টিকিট দেওয়া হয়নি। দিল্লিতে কলকাটি নেড়েছিলেন চহ্বন। অশোক চহ্বন প্রদেশ সভাপতি পদের ‌যোগ্য নয় বলেও মনে করেন নারায়ণ রানে।


কংগ্রেস ছেড়ে কোথায় ‌যাচ্ছেন তিনি, তা খোলসা করেননি। সূত্রের খবর, দশমীর পর সম্ভবত বিজেপিতে ‌যোগ দিচ্ছেন নারায়ণ রানে। 


হাসিনা পার্কার ছবিতে দাউদের টাকা? তদন্তে পুলিশ