Sunita Williams: 'খুব তাড়াতাড়িই আসবে এখানে, আমরা তখন সামোসা পার্টি দেব!', গুজরাতে সুনীতার পরিবারে হুল্লোড়...

Sunita Williams' Indian Family: ২৮৬ দিন পর বুধবার ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলে নাসার ২ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে পৃথিবী ছোঁয় স্পেসএক্স ক্রু-৯ মিশন। সুনিতা উইলিয়ামসের খুড়তুতো বোন ফাল্গুনী পান্ডিয়ার কথায়...

Updated By: Mar 19, 2025, 05:47 PM IST
Sunita Williams: 'খুব তাড়াতাড়িই আসবে এখানে, আমরা তখন সামোসা পার্টি দেব!', গুজরাতে সুনীতার পরিবারে হুল্লোড়...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮৬ দিন মহাকাশে থাকার পর বুধবার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (NASA) মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) পৃথিবীতে ফেরেন। সেই খবরে উচ্ছ্বসিত সকলেই। গুজরাতের মেয়েকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মোদীও (Narendra Modi), জানিয়েছেন ভারতে আসার আমন্ত্রণও। জানা গিয়েছে, শীঘ্রই ভারতে আসবেন সুনীতা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

 সুনিতা উইলিয়ামসের খুড়তুতো বোন ফাল্গুনী পান্ডিয়ার কথায়, 'আমাদের কাছে সঠিক তারিখ নেই, তবে তিনি অবশ্যই শীঘ্রই ভারতে আসবেন। আমি আশা করি এই বছরই আসবে।' আর সুনীতা গ্রামে ফিরলেই হবে সামোসা পার্টি। ফাল্গুনী আরও বলেন, 'আমার এখনও বিশ্বাস হচ্ছে না! ওঁর হাসিমুখটা দেখে স্বস্তি পেয়েছি। এবার সুনীতা বাড়ি ফিরে এলে শুধুই ফ্যামিলি টাইম কাটাব।' 

ফাল্গুনী বলেন, সুনীতা ভারতীয়দের ভালোবাসার অনুভূতি জানে, ফিল করতে পারে এবং আমি জানি ও আসবে। তবে শোনা যাচ্ছে সুনীতা নাকি মঙ্গলে অবরতরণকারী প্রথম মহিলা হতে চলেছেন। তাতে অবশ্য ফাল্গুনীর মত, সেটা ওর পছন্দ। ১৯ সেপ্টেম্বর মহাকাশে সুনীতার জন্মদিনে কাজু বরফি। এমনকী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছিলেন ফাল্গুনী। সেই ছবি দেখতে চেয়েছিলেন সুনীতা।

কিন্তু কথা হল এতকিছু থাকতে সিঙাড়া পার্টি কেন? কারণটা হল সিঙাড়ার প্রতি অন্যরকম টান আছে সুনীতা উইলিয়ামসের। মহাকাশেও নাকি তিনিই প্রথম যে সিঙাড়া খেতেন। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টা ৩৫ নাগাদ শুরু হয় সুনীতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাঁদের। 

আরও পড়ুন, Sunita Williams | Narendra Modi: 'প্রিয় সুনীতা, ভালো থেকো...', আকাশের ঠিকানায় চিঠি লিখলেন মোদী...

আরও পড়ুন, Sunita Williams: নাসা-র ভুলে মৃত্যুমুখে ৯ মাস কাটিয়ে সুনীতা হাতে পাবেন মাত্র ৩৮৭ টাকা! ওভারটাইম-ইনসেনটিভ, কিসসু নেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.