উন্নাওয়ে মাটির তলায় কোনও লুকনো সোনা নেই, ঘোষণা এএসআইয়ের।। বাবার স্বপ্ন বিফলে, একদিকে হতাশা আর অন্যদিকে হাসিতে ভাসছে দেশ
না, শেষ অবধি বিফলেই গেল বাবার স্বপ্ন। উত্তরপ্রদেশের উন্নাও জেলার ডোড়িয়াখেরা গ্রামে মাটির তলায় কোনও সোনা নেই। এই কথা আজ ঘোষণা করে দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(এএসআই)।
Updated By: Oct 29, 2013, 02:37 PM IST