Woman Alleges Abuse By Uber Auto Driver In Bengaluru: ফের টার্গেট উত্তর-পূর্ব! বেঙ্গালুরুতে অটোচালকের চরম লাঞ্ছনার শিকার যুবতী, বিপাকে পড়ে উবের শেষে...
Bengaluru Women Assult: বেঙ্গালুরুর এক উবের অটোচালকের হাতে হেনস্থা মহিলা, তাঁর অপরাধ ছিল একটাই তিনি উত্তরপূর্ব স্থানীয় বাসিন্দা, কাজেই তার কাছে কন্নড় অঞ্চলের ভাষা একবারেই অজানা। তাই রাস্তায় সেই অটোচালক অটো থামিয়ে কন্নড় ভাষায় কথা বলার দাবী করেন সেই মহিলাটিকে, কথা না বলতে পাড়ায় তাঁর উপর চলে মারধর। মহিলার দাবি দ্বন্দ্ব চলাকালীন অটোচালক তাঁর ভিডিয়ো বানায় অমতে।
রজত মণ্ডল
|
Updated By: Oct 10, 2025, 06:38 PM IST