ওয়েব ডেস্ক: প্রয়াত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পি এ সাংমা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে সংসদ সূত্রে খবর।


সকালে লোকসভার অধিবেশন শুরু হলে পি এ সাংমার দুঃসংবাদ জানান সংসদের অধ্যক্ষ সুমিত্রা মহাজন। একাদশ লোকসভার স্পিকার ছিলেন সাংমা। ১৯৮৮ থেকে ৯০ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। সাংমার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। দলের নির্দেশ উপেক্ষা করে ২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সামিল হওয়ায় পি এ সাংমাকে বহিষ্কার করে কংগ্রেস। ২০১৩ সালে তিনি তৈরি করেন ন্যাশনালিস্ট পিপলস পার্টি।