Jyoti Malhotra: পহেলগাঁও হামলার পরই পাক হাইকমিশনে আসে 'কেক'! সেই ব্যক্তির সঙ্গেই 'গুপ্তচর' জ্যোতি...
YouTuber Jyoti Malhotra News: ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলা হয়। আর হামলার ২ দিন পর পাকিস্তান হাইকমিশনে কেক নিয়ে আসে ওই ব্যক্তি। তাঁর সঙ্গেই জ্যোতি...


Pak Spy YouTuber Jyoti Malhotra: যত সময় গড়াচ্ছে, তত যেন 'পাক চর' ইউটিউবার জ্যোতির (Jyoti Malhotra) পরতে পরতে মুখোশ খুলছে! পহেলগাঁও হামলার ঠিক পরই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অফিসে এক ব্যক্তিকে 'কেক' নিয়ে আসতে দেখা গিয়েছিল। এবার এক ভিডিয়ো সামনে এসেছে, যেখানে সেই ব্য়ক্তিকেই দেখা যাচ্ছে জ্যোতির সঙ্গে! আর তাতেই ফের একবার জ্যোতির পাক যোগের অকাট্য প্রমাণ তদন্তকারীদের হাতে!
পহেলগাঁও হামলার পরই পাকিস্তান হাইকমিশনে কেক!
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলার (Pahalgam Attack) ঘটনাটি ঘটে। আর হামলার ঠিক ২ দিন পরই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের (Pak High Commission) ভিতর ওই ব্যক্তিকে কেক নিয়ে আসতে দেখা যায়। সাংবাদিকরা তাঁকে কেক নিয়ে আসার জন্য প্রশ্ন করলে, তিনি তখন কোনও উত্তর দেননি। চুপচাপ কেক নিয়ে হাইকমিশন অফিসের ভিতর চলে যান। এবার সেই ব্যক্তিকেই জ্যোতির হরিয়ানায় তৈরি একটি পুরনো ভিডিয়োতে দেখতে পাওয়া গিয়েছে।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়ে ন্যারেটিভ প্রচার!
হিসারের পুলিস সুপার শশাঙ্ক কুমার সাওয়ান এপ্রসঙ্গে বলেন, "আধুনিককালে যুদ্ধ কেবল সীমান্তে লড়াই করেই হয় না। আমরা দেখেছি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (পিআইও) তাদের বক্তব্য প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদেরও নিয়োগ করছে। আমরা সংস্থাগুলি থেকেই এই তথ্য পেয়েছি। জ্যোতি মালহোত্রার মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পাকিস্তান ব্যবহার করত তাদের ন্যারেটিভ প্রচারের জন্য। তিনি পিআইও-এর সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি পাকিস্তানে যেতেন। তিনি চিনেও গিয়েছিলেন। পহেলগাঁও হামলার আগে তিনি পাকিস্তান সফরও করেছিলেন।"
পহেলগাঁওতে জ্যোতি!
উল্লেখ্য, জঙ্গি হামলার ঠিক আগে জ্যোতি পহেলগাঁওতেও গিয়েছিলেন। আগেই সামনে এসেছে সেই তথ্য। ২২ এপ্রিল বৈসরণ উপক্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। আর তার ৩ মাস আগেই, জানুয়ারিতেই পহেলগাঁও গিয়েছিলেন জ্য়োতি। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের নিন্দা তো দূর, সামান্য সমালোচনাটুকুও শোনা যায়নি জ্যোতির মুখে! বরং এরজন্য ভারতে নিরপত্তা ব্যবস্থা থেকে পর্যটকদের অসাবধানতকে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে ঠারেঠোরে দায় করেছিলেন জ্যোতি।
জাট রানধাওয়া ও জ্যোতি
এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানি হাইকমিশনের কর্মচারী দানিশের সঙ্গে যোগাযোগ রাখতেন। যে দানিশের নাম্বার জ্যোতি নিজের ফোনে সেভ করেছিলেন 'জাট রানধাওয়া' বলে। জ্যোতিকে হানিট্র্যাপ করেছিলেন দানিশ। এই দানিশ পাকিস্তানের গুপ্তচর সংস্থা (ISI)-এর সঙ্গে যুক্ত। পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ১৭ মে জ্যোতিকে গ্রেফতার করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)