Pakistan fear of India's strike back again: পাকিস্তানে ফের সামরিক অভিযান চালাবে ভারত, আতঙ্কে প্রলাপ বকছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী!

Pak fear that India can strike back again: ভারত প্রথমবারের মতো কাশ্মীর ইস্যুতে আলোচনায় বসতে রাজি হয়েছে। এর আগে তারা কাশ্মীরকে আলোচনার বিষয় হিসেবেও স্বীকার করত না। 

নবনীতা সরকার | Updated By: May 15, 2025, 09:08 PM IST
Pakistan fear of India's strike back again: পাকিস্তানে ফের সামরিক অভিযান চালাবে ভারত, আতঙ্কে প্রলাপ বকছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা করছেন, ভারত শিগগিরই আরেকটি দুঃসাহসিক অভিযান চালাতে পারে পাকিস্তানে। তিনি হুঁশিয়ার করে বলেন, উস্কানি এলে পাকিস্তান কঠোর জবাব দেবে।

 বুধবার (১৪ মে) খাজা আসিফ বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে কোণঠাসা এবং ক্রমবর্ধমান চাপ ও রাজনৈতিক জনপ্রিয়তা ধসের কারণে পড়শি দেশে সামরিক হামলা ছাড়া তাঁর আর কোনও উপায় নেই।

আসিফ বলেন, 'মোদি যদি হতাশা থেকে বেপরোয়া পদক্ষেপ নেন এবং পাকিস্তানকে আক্রমণ করেন, তাহলে পাকিস্তান তার কঠোর জবাব দেবে এবং এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য পাকিস্তানের উপর কোনও বহিরাগত চাপ ছিল না।' তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলো যুদ্ধবিরতির জন্য একমত ছিল তাই আমরা একমত হয়েছি। পাকিস্তান চার দিন ধরে সংযম প্রদর্শন করেছে, প্রত্যাশা করেছে ভারতও দেখাবে। কিন্তু তা হয়নি। তবে আমাদের বিজয়ই হয়েছে।'

আরও পড়ুন: Is Imran Khan back in Pakistan Politics: 'ভিখারি' পাকিস্তান পিঠ বাঁচাতে মরিয়া! শেহবাজের পতন? তখতে ফের জেলবন্দি ইমরান?

তিনি দাবি করেন, 'এটি ছিল প্রথম সংঘাত যেখানে সাইবার যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাইবার অভিযানের সময় ভারতের ডিজিটাল কাঠামো অচল হয়ে পড়েছিল।'

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 'পাকিস্তান সম্পর্কে আন্তর্জাতিক ধারণা পরিবর্তিত হয়েছে। যারা আমাদের গুরুত্ব সহকারে নেয়নি তারা এখন আমাদের সম্মানের সঙ্গে দেখে।' তিনি দাবি করেন, 'ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান এবং একটি ইউএভি ধ্বংস করেছে।'

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'ভারত কিছুটা আলোচনায় আগ্রহী।' তিনি বলেন, 'প্রথমবারের মতো, ভারত কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে মনে হচ্ছে – এটি পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক সাফল্য।'

ভারত ও পাকিস্তানের মধ্যে ১০ মে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার পর আসিফের এই বক্তব্য সামনে এসেছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান গত সপ্তাহে একে অপরের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ অভিযানের করে।

আরও পড়ুন: Historic Verdict on Muslim Marriage: ইসলাম মতে বিয়ে করলে একজনের একাধিক স্ত্রী থাকতেই পারে, তবে পক্ষপাত চলবে না: হাইকোর্ট

এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তা নিশ্চিত করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.