Rajnath Singh on Pakistan 14 cr to Masood Azhar: শয়তান মাসুদ আজহারকে ধারের ১৪ কোটি দিচ্ছে! পাকিস্তানের অনুদান বন্ধের সুপারিশ রাজনাথের...
Rajnath Singh to IMF: ভূজ বিমানঘাঁটিতে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং দাবি করেন যে, পাকিস্তান মুরিদকে এবং বাহাওয়ালপুরে লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের সন্ত্রাসী পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছে।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরে (Operation Sindoor) যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারকে মৃত পিছু ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করে পাকিস্তান সরকার (Pakistan)। সেই অনুযায়ী ১৪ কোটি টাকা পেতে চলেছে মাসুদ আজহার (Masood Azhar)। এই খবর প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন, কেন সন্ত্রাসবাদে টাকা দিয়ে মদত দিচ্ছে পাকিস্তান? শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারত কর্তৃক ধ্বংস হওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক পুনর্নির্মাণের চেষ্টা করছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কে পাকিস্তানকে দেওয়া প্যাকেজ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
ভূজ বিমানঘাঁটিতে বক্তৃতাকালে, যেখানে তিনি অপারেশন সিঁদুরের জন্য "ভারতীয় বায়ুসেনার যোদ্ধাদের" প্রশংসা করেন। সেখানেই তিনি বলেন যে আইএমএফ ঋণের একটি উল্লেখযোগ্য অংশ "অবশ্যই" সন্ত্রাসী পরিকাঠামোর তহবিলে ব্যবহার করা হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'পাকিস্তান সরকার মুরিদকে এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর-ই-তৈবা (এলইটি) এবং জৈশ-ই-মোহাম্মদের (জেইএম) সন্ত্রাসী কাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে। আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই এই সন্ত্রাসী অবকাঠামোর তহবিল সরবরাহের জন্য ব্যবহার করা হবে। এটি কি আইএমএফের পরোক্ষ অর্থায়ন হিসেবে বিবেচিত হবে না?"
৯ মে, ভারত ও পাকিস্তান যুদ্ধের আবহে, ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ তার এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) ঋণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামাবাদের জন্য ১ বিলিয়ন ডলারের একটি কিস্তি অনুমোদন করে। প্রতিরক্ষামন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে পাকিস্তানকে যেকোনো ধরণের আর্থিক সহায়তা সন্ত্রাসবাদে অর্থায়নের চেয়ে কম কিছু নয়।
রাজনাথ সিং বলেন, "সেখানকার সরকার সাধারণ পাকিস্তানি করদাতাদের কাছ থেকে সংগৃহীত প্রায় ১৪ কোটি টাকা মাসুদ আজহারের জন্য ব্যয় করার পরিকল্পনা করছে, যদিও সে রাষ্ট্রপুঞ্জের মনোনীত সন্ত্রাসী"। পাকিস্তানের মন্ত্রী রানা তানভীর হুসেন মুরিদকে পরিদর্শন করার একদিন পর সিং এই দাবি করলেন - অপারেশন সিঁদুরের সময় ভারত কর্তৃক ক্ষতিগ্রস্ত নয়টি সন্ত্রাসী ঘাঁটির মধ্যে একটি - এবং বলেছিলেন যে সরকার নিজস্ব খরচে এই এলাকাটি পুনর্নির্মাণ করবে। মুরিদকে হল লস্কর-ই-তৈবার কেন্দ্র, অন্যদিকে বাহাওয়ালপুর হল জৈশ-ই-মহম্মদের সদর দপ্তর। পহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হয়েছিল, যা লস্কর সন্ত্রাসীরাই চালিয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)