নিজস্ব প্রতিবেদন: পেট্রোল, ডিজেলের উর্ধ্বগতিতে ফের লাগাম। সোমবার দেশের ৪ শহরে ফের কমল পেট্রোল-ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ওয়েবসাইট অনু‌যায়ী এনি্যে টানা পাঁচদিন চার শহরে কমল তেলের দাম। দেশের অন্যান্য শহরে এনিয়ে দাম কম হল টানা ৪ দিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জন্মদিনের পার্টিতে বেপরোয়া গুলিতে হত ২; আহত বহু, আত্মঘাতী বন্দুকবাজ


সোমবার রাজধানীতে লিটারপিছু পেট্রোলের দাম হল ৭৬.৩০ টাকা। রবিবাব এই দাম ছিল ৭৬.৩৭ টাকা প্রতি লিটার। কলকাতায় এই দাম হল ৭৯.১৫ টাকা, রবিবার ছিল ৭৯.২০ টাকা। ৮৩.৭৫ টাকা প্রতি লিটার দাম হল মুম্বইয়ে ও চেন্নাইয়ে এই দাম হল ৭৯.২৫ টাকা প্রতি লিটার।


আরও পড়ুন-শিয়ালদহের বৈঠকখানা বাজারে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ২


অন্যদিকে, দিল্লিতে ডিজেলের দাম লিটারপিছু হল ৬৭.৮৯ টাকা। কলকাতায় এই দাম ৭০.৫৬ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে ডিজেলের নতুন দাম হল ৭২.০৭ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে এই দাম হল ৭১.৭০ টাকা প্রতি লিটার।


তেলের উৎপাদন বাড়ানোর কারণে কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম কমছে আন্তর্জাতিক বাজারে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, অপরিশোধিত তেলের দাম আরও কমতে পারে।