Pune Rape Case: পুণে ধর্ষণকাণ্ড 'সম্মতির যৌনতা!' আদালতে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর...

Pune Rape 'Happened With Consent': নির্যাতিতার দাবি, কোন বাস ছাড়বে, তা দেখিয়ে দেয় অভিযুক্ত-ই। তারপর বাসে উঠতেই  দরজা বন্ধ করে দেয় অভিযুক্ত।

Updated By: Mar 1, 2025, 03:00 PM IST
Pune Rape Case: পুণে ধর্ষণকাণ্ড 'সম্মতির যৌনতা!' আদালতে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর...

Pune Bus Rape Case: পুণে ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদের আইনজীবীর। আদালতে অভিযুক্তের আইনজীবীর দাবি, পুণেতে বাসের মধ্যে 'ধর্ষণে'র ঘটনা আসলে 'সম্মতির যৌনতা!' উভয়পক্ষের সম্মতিতেই যৌন সম্পর্ক স্থাপিত হয়েছিল এক্ষেত্রে। যদিও মান্যতা পায়নি অভিযুক্তের আইনজীবীর দাবি। সওয়াল জবাবের পর পুণে আদালতের বিচারক অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদেকে ১২ মার্চ পর্যন্ত ১২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 

Add Zee News as a Preferred Source

৫০০ পুলিস। ডগ স্কোয়াড। ড্রোন তল্লাশি। ৪০০ গ্রামবাসীর তল্লাশি। বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ। খোঁজ দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা। অবশেষে ধরা পড়ে পুণে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদে। শিরুরের একটি আখের ক্ষেতে লুকিয়ে ছিল অভিযুক্ত। ৩ দিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পুণের স্বরগেট বাসস্ট্যান্ডে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখানেই একটি বাসের ভিতর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

নির্যাতিতার দাবি, কোন বাস ছাড়বে, তা দেখিয়ে দেয় অভিযুক্ত-ই। কিন্তু সেই বাসে ভিতরে কোনও আলো জ্বলছিল না। অভিযুক্ত জানায় যে, বাসের ভিতরে অন্য যাত্রীরা ঘুমোচ্ছেন। তাই আলো বন্ধ রাখা হয়েছে। এরপর তিনি বাসে উঠতেই  দরজা বন্ধ করে দেয় অভিযুক্ত। তারপর বন্ধ বাসের ভিতর তাঁকে ধর্ষণ করা হয়। এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখে, অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদেকে শনাক্তও করে পুলিস। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

অপরাধীকে ধরে দিতে পারলে ১ লাখ টাকা 'ইনাম' ঘোষণা করে পুলিস। তারপরই পুলিসের হাতে আসে ফেরার রামদাসের খোঁজ। কুকর্ম করার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল দত্তাত্রেয় রামদাস। সেইসময় এক বাড়িতে খাবার-জল চাইতে যায় সে। সেই ব্যক্তি-ই পুলিসে খবর দিয়ে ধরিয়ে দেন রামদাসকে।

আরও পড়ুন, Badrinath glacier disaster today: ফাটল হিমবাহ, ভয়াবহ তুষারধস! বরফের নীচে চাপা পড়ল বদ্রীনাথ... ভয়ংকর Photos

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.