দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন মোদী, সভাপতি হয়েই প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

কংগ্রেসের সভাপতি হিসেবে প্রথম ভাষণেই নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাহুল। 

Updated By: Dec 16, 2017, 02:37 PM IST
দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন মোদী, সভাপতি হয়েই প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

নিজস্ব প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির দায়িত্ব নেওয়ার পরই নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। তাঁর কথায়,''দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন মোদী।'' বিজেপির কটাক্ষ, ইউপিএ জমানায় একের পর এক দুর্নীতি করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছিল কংগ্রেস?   

রাহুল গান্ধী বলেন, ''একবিংশ শতকে দেশকে নিয়ে গিয়েছিল কংগ্রেস। কিন্তু প্রধানমন্ত্রী দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন মধ্যযুগে। একজন ব্যক্তিই বড় হয়ে উঠছেন। আপনাদের সামনেই রয়েছে উদাহরণ। আগুন লাগলে তা রোখা যায় না। বিজেপি ও আরএসএস দেশজুড়ে হিংসার আগুন লাগাচ্ছে। এটা একমাত্র কংগ্রেসই আটকাতে পারে। আমরা কংগ্রেসকে ঐতিহাসিক ও যুবকদের দল করতে চাই।'' 

আরও পড়ুন- ভোটগণনার আগে এবার ইভিএম কারচুপি বিতর্ক উস্কে দিলেন হার্দিক

রাহুল আরও বলেন, ওরা বিরোধী কণ্ঠস্বরকে চাপা দিতে চাইছে তারা। তবে সবাইকে বলার সুযোগ দেয় কংগ্রেস। ওরা অপমান করলেও আমরা সম্মান করি। 

আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা হওয়ার আগেই গুজরাট ও হিমাচল প্রদেশে পরীক্ষায় বসেছিলেন রাহুল গান্ধী। সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সোমবার। ইতিমধ্যেই সবকটি বুথফেরত সমীক্ষাই বলছে, দুটি রাজ্যেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গড়ছে নরেন্দ্র মোদীর দল। সেই সমীক্ষা মিলে শুরুতেই বড় ধাক্কা খাবেন কংগ্রেসের নতুন সভাপতি। আরও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কারণ, গুজরাটে তিনিই ছিলেন দলের প্রচারমুখ।      

.